সপ্তম পরিচ্ছেদ । X83, নিম্নে “জয়” ও লক্ষ্মী দেবীর দক্ষিণ পার্থে “ঐ প্রকাগুযশাঃ” লিখিত श्रॉtछ> ! গৌড়রাজ শশাঙ্ক সম্ভবতঃ গুপ্তবংশজাত ছিলেন । শশাঙ্কের এক প্রকার সুবর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহাতে একদিকে বৃষের পাশ্বে উপবিষ্ট শিবের মূৰ্ত্তি, দক্ষিণদিকে “শ্ৰীশ” ও বৃষের নিয়ে “জয়” লিখিত আছে। দ্বিতীয় দিকে পদ্মাসনা লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি আছে, দুইটি হস্তী কলস হইতে র্তাহার মস্তকের উপরে বারিধারা বর্ষণ করিতেছে, এবং দেবীর দক্ষিণ পাশ্বে “শ্রীশশাঙ্কঃ” লিখিত আছে৩ । নরেন্দ্র নামযুক্ত দুই প্রকারের দুইটি সুবর্ণমুদ্র কলিকাতার চিত্রশালায় আছে, সম্ভবতঃ এইগুলিও শশাঙ্কের মুদ্রা। এই দুইটার মধ্যে একটি মুদ্র যশোহর জেলার অন্তর্গত মহম্মদপুরের নিকটে অরুণখালি নদীর নিকটবৰ্ত্তী কোন স্থানে আবিষ্কৃত হইয়াছিল । ইহার সহিত শশাঙ্কের একটি সুবর্ণমুদ্রাও আবিষ্কৃত হইয়াছিল। ইহাতে একদিকে খট্রায় উপবিষ্ট রাজার মূৰ্ত্তি ও তাহার উভয়পাশ্বে এক একটি নারীমূৰ্ত্তি আছে এবং দ্বিতীয়দিকে পদ্মের উপরে দণ্ডায়মান লক্ষ্মীর মূৰ্ত্তি ও র্তাহার পদতলে একটি হংসের মূৰ্ত্তি আছে। প্রথমদিকে রাজার মস্তকের উপরে “যম” ও খটার নিম্নে “ধ” এবং দ্বিতীয়দিকে “ঐনরেন্দ্রবিনত" লিখিত আছে । দ্বিতীয় মুদ্রাটির প্রাপ্তিস্থান অজ্ঞাত, ইহাতে একদিকে ধনুৰ্ব্বাণ হস্তে রাজমূৰ্ত্তি ও অপরদিকে (2) Ibid, pp. 150-51, Nos. 613-14. (২) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পূ: ৮৩। (o) Allan, B, M. C., pp. 147--48, Nos. 606-12 : 1. M. C., Vol I, pp, 121-22, Nos. 1-8. (8) journal of the Asiatic Society of Bengal, Vol. XXI, p, 4oi, pl. XII, Nos. 9-12. (*) I., M. C., Vol. I, p. 122. Uncertain, No. 1,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৭১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।