সপ্তম পরিচ্ছেদ । > © পরবর্তী কালে বঙ্গে গুপ্তরাজগণের সুবর্ণমুদ্রার অনুকরণে এক প্রকার সুবর্ণমুদ্র নিৰ্ম্মিত হইয়াছিল। ইহার লিপি পাঠ করা যায় না । এই জাতীয় একটি মুদ্র যশোহর জেলায় মহম্মদপুর গ্রামের নিকটে আবিষ্কৃত হইয়াছিল ১ । ইহা এক্ষণে কলিকাতার চিত্রশালায় আছে । বগুড়া জেলায় আবিষ্কৃত এই জাতীয় একটি মুদ্র সন্তপুষ্করিণীর ভূম্যধিকারী রায় শ্ৰীযুক্ত মৃত্যুঞ্জয় রায়-চৌধুরী বাহাদুরের নিকটে আছে ২ । ঢাকা ৩ ও ফরিদপুরেও 8 এই জাতীয় মুদ্র আবিস্তুত হইয়াছে। মুদ্র-তত্ত্ববিদ শ্ৰীযুক্ত জন আলানের মতানুসারে এই মুদ্রাগুলি বঙ্গদেশে প্রচলিত খৃষ্টীয় সপ্তম শতাব্দীর মুদ্র । “সম্ভবতঃ শশাঙ্কের মৃত্যুর পরে মাধবগুপ্ত ও তাহার বংশধরগণ এই জাতীয় মুদ্রার প্রচলন করিয়াছিলেন” • । (?) Journal of the Asiatic Society of Bengal. 1852. Vol. XX1. p. 4০i, pl. NHI. to ; বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ৯৭, চিত্র ৩১৪ । (২) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃঃ ৯৭, চিত্র ৩১৫ । (*) Journal of the Asiatic Society of Bengal, New Series, Vol. VI, p. 141. (s) Ibid. (4) Allan, B. M, C., p. cvii, 154, Nos, 620-22. (৬) বাঙ্গালার ইতিহাস, প্রথম ভাগ, পৃ: ১৮ ।
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।