>むぐり প্রাচীন মুদ্রা। ছবিষ্ক ও বামুদেব প্রভৃতি কুষণবংশীয় রাজগণের পরবর্তী বলিয়া স্বীকার করা যাইতে পারে না । “নভূপান ও শকাব্দ” নামক প্রবন্ধে আমি এই উক্তির যাথার্থ্য প্রমাণ করিবার চেষ্টা করিয়াছি ১ । উষবদাতের শিলালিপিসমূহে নহপান “ক্ষহরাত ক্ষত্রপ” উপাধিতে অভিহিত, কিন্তু আয়ুমের শিলালিপিতে তিনি “স্বামী মহাক্ষত্রপ” উপাধিতে অভিহিত নহপানের মুদ্রাসমূহের লিপিতে তাহার “ক্ষত্রপ” বা “মহাক্ষত্রপ” উপাধি দেখিতে পাওয়া যায় না । নহপানের একটি মাত্র তাম্র মুদ্রা কানিংহাম কর্তৃক আজমীরে আবিষ্কৃত হইয়াছিল। ইহাতে একদিকে বজ্র ও শর এবং ব্রাহ্মী অক্ষরে নহপানের নাম ও অপরদিকে বেষ্টনী মধ্যে বোধিবৃক্ষ আছে ও নহপানের রাজ্যের শেষভাগে অথবা তাহার মৃত্যুর পরে অন্ধ বংশীয় রাজা গোতমীপুত্র শাতকণি শকজাতীয় প্রথম ক্ষত্রপবংশের অধিকার লোপ করিয়াছিলেন এবং নহপানের রজতমুদ্রার উপরে নিজ নামে মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । এই জাতীয় মুদ্রায় একদিকে সুমেরু পৰ্ব্বত ও তন্নিয়ে সর্প এবং ব্রাহ্মী অক্ষরে “রাঞো গোতমি পুত্রস সিরি সাতকণিস" লিখিত আছে। দ্বিতীয় দিকে উজ্জয়িনী নগরের চিহ্ন আছে ৪ । গৌতমপুত্র শাতকণির পৌত্র অথবা কোন বংশধরের রাজ্যকালে সৌরাষ্ট্র অন্ধু রাজগণের হস্তচু্যত হইয়াছিল। অন্ধুবংশের মধ্যে গৌতমীপুত্র ঐযজ্ঞশাতকণি সৌরাষ্ট্রের মুদ্রার অনুকরণে রজতমুদ্র মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন । S SBBBB BBBS DDB BBB BBSBB BBBB BBB BBBBB BBBB BB BBBB BBBS BBBB BBS BBBAD BBB BBBBBB BBBBB হইবে । (*) Rapson, B. M. C., p. 65. Note 1, (*) lbid, p. 67, No. 252. {a} Ibid, pp. 68-70, Nos. 253-58.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।