পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ֆ ՓԵ- প্রাচীন মুদ্রা। শকরাজবংশের মুদ্রার প্রচলন আরম্ভ হইয়াছে । চণ্ঠনের রজত ও তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। রজতমুদ্র দ্বিবিধ। প্রথম প্রকারের রজত মুদ্রায় চপ্পনের “ক্ষত্রপ” ১ এবং দ্বিতীয় প্রকারের মুদ্রায় “মহাক্ষত্রপ” ২ উপাধি দেখিতে পাওয়া যায়। এই সমস্ত মুদ্রায় একদিকে রাজার মুখ ও গ্রীক অক্ষরে রাজার নাম ও উপাধি এবং দ্বিতীয় দিকে সুমেরু পৰ্ব্বত ও শশাঙ্ক প্রভৃতি চিন্স ও ব্রাহ্মী এবং খরোষ্ঠী-অক্ষরে প্লাজার নাম ও উপাধি লিখিত আছে । চপ্পনের তাম্র মুদ্রায় একদিকে দণ্ডে আবদ্ধ অশ্বের মুক্টি ও অপর দিকে সুমেরু, শশাঙ্ক ৫ তারক চিহ্ন আছে । প্রথম দিকে গ্রীকৃ-অক্ষরে ও দ্বিতীয় দিকে বান্ধী-অক্ষরে লিপির চিহ্ন আছে ৩ । চপ্পনের পুত্র জয়দামের দুই প্রকার তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্র চতুষ্কোণ, ইঃ তে একদিকে বৃষ ও ত্ৰিশূল ও গ্রীক অক্ষরে লিপি, এবং দ্বিতীয় দিকে মুমেরু, শশাঙ্ক ও ব্রাহ্মী অক্ষরে “রাজ্ঞে ক্ষত্রপস স্বামি জয়দামস" লিখিত আছে ৪ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে হস্তী ও অপরদিকে উজ্জয়িনীনগরের চিহ্ন আছে । । রুদ্রদমের দুই প্রকার রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। উভয় প্রকারের মুদ্রাতেই একদিকে রাজার মস্তক ও গ্রীকৃ-অক্ষরে লিপি, অপরদিকে সর্প ও সুমেরু পৰ্ব্বত এবং ব্রাহ্মী-অক্ষরে লিপি আছে । প্রথম প্রকারের মুদ্রায় “রাস্তে ক্ষত্রপস জয়দাম পুত্রস রাজ্ঞো মহাক্ষত্রপস রুদ্রদামস”৬ এবং দ্বিতীয় প্রকারের মুদ্রায় ভিন্ন ভাবে এই কথাই লিখিত -്ബ്. (*) Ibid, pp. 72-73. No. 259. tri Ibid, pp. 73-75, Nos, 260-63. (*) Ibid, p. 75, No. 264. {s} ibid, pp. 76-77, Nos. 265-68. {4} ibid, p. 77, No. 269. (8) Ibid, pp. 78-79, Nos. 270-75.