অষ্টম পরিচ্ছেদ । (స) আছে ১ । রুদ্রদামের পুত্র দামঘূসদের ক্ষত্রপোপাধিযুক্ত তিন প্রকার ২ ও মহাক্ষত্রপোপাধিযুক্ত এক প্রকার রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে ৩ ৷ ই হার মুদ্রায় নাম কোন স্থানে "দামঘূসদ” এবং কোন স্তানে "দামজদী” লিখিত আছে । দামজদীর পুত্র জীবদামের রাজ্যকাল হইতে সৌরাষ্ট্রের মুদ্রায় তারিখ দেখিতে পাওয়া যায়। এই সকল বর্য শকাব্দের বর্ষ। জীবদামের মুদ্রাসমূহে ১০০ হইতে ১২• শকাব্দের উল্লেখ আছে ৪ । অন্ধ রাজগণের মিশ্রধাতু-নিৰ্ম্মিত মুদ্রার অনুকরণে জীবদাম পোটন (Potin ) নামক ধাতুতে একপ্রকার মুদ্রা প্রচলিত করাইয়াছিলেন । ইহাতে একদিকে বুধ ও গ্ৰীক্ অক্ষরে লিপির চিহ্ন, অপরদিকে মুমেরু পৰ্ব্বত, সর্প ইত্যাদি ও ব্রাহ্মী-অক্ষরে রাজার নাম ও উপাধি লিখিত আছে ৫ । জীবদামের পরে তাতার খুল্লতাত রুদ্রসিংহ সিংহাসন লাভ করিয়াছিলেন । শকাব্দের দ্বিতীয় শতাব্দীর প্রথম ও দ্বিতীয় দশকে রুদ্রসিংহ ও জীবদামের দীর্ঘকালব্যাপী যুদ্ধ চলিয়াছিল। এই জন্য এই সময়ের কোন বর্যে জীবদামকে এবং কোম বর্ষে রুদ্রসিংহকে “মহাক্ষত্রপ” উপাধি ব্যবহার করিতে দেখা যায় ৬ । কাটিয়াবাড়ে হালার জেলায় গুগু নামক স্থানে আবিষ্কৃত একথানি শিলালিপি রুদ্রসিঙ্গের রাজ্যকালে ১০৩ শকাব্দে (১৮১ খৃঃ অঃ) উৎকীর্ণ হইয়াছিল । জুন্নাগড়ের নিকট একটি গুহায় রুদ্রসিংহের রাজাকালে উৎকীর্ণ আর (3) Ibid, p. 79. Nos. 276--8o. (R) 1bid, pp. 80-81, Nos. 281 -85. {s) Ibíd., p. 82, Nos. 286--87. ts) Ibid, p. 83. (e) Ibid, p. 85, Nos. 293-94 (*) Ibid, pp. 83–92, (*) Indian Antiquary, Vol. X, p. 157,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।