প্রাচীন মুদ্রা । هي جر একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে ১। শকাব্দের দ্বিতীয় শতাব্দীর প্রারম্ভ হইতে চতুর্থ শতাব্দীর দ্বিতীয় দশক পর্য্যন্ত সৌরাষ্ট্রের রজত মুদ্রায় কোন পরিবর্তন দেখা যায় না । সমস্ত মুদ্রাতেই একদিকে রাজার মস্তক ও গ্রীকৃ-অক্ষরে লিপির চিহ্ন এবং দ্বিতীয় দিকে মুমেরু পৰ্ব্বত, সর্প ইত্যাদি ও ব্রাহ্মী-অক্ষরে রাজার পিতার নাম এবং রাজার নাম ও উপাধি লিখিত আছে। প্রত্যেক রাজার মুদ্রায় দুইটি বিভাগ দেখিতে পাওয়া যায়, প্রথম প্রকারে তাহার উপাধি “ক্ষত্রপ” এবং দ্বিতীয় প্রকারে “মহাক্ষত্রপ” । রুদ্রসিংহের পোটন-নিৰ্ম্মিত মুদ্রা জীবদামের মুদ্রার দ্যায় দামজদন্ত্রীর জীবদাম ব্যতীত সত্যদাম নামক আর এক পুত্র ছিল। ই তার ক্ষত্রপ উপাধিযুক্ত রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে ৩ । মহাক্ষত্রপ রুদ্রদামের জ্যেষ্ঠ পুত্রের পুল্ল জীবদ্যম, তাহার দ্বিতীয় পুত্র রুদ্রসি’হ কর্তৃক সিংহাসনচ্যুত হইলে রুদ্রসিংহের বংশে বহুকাল যাবৎ সৌরাষ্ট্রের মুকুট অর্পিত হইয়া আসিতেছিল । বহুকাল পরে রুদ্রসিংহের বংশ লোপ হইলে অথবা দুৰ্ব্বল হইয়া পড়িলে সম্ভবতঃ জীবদামের বংশধরগণ সৌরাষ্ট্রের অধিকার পাইয়াছিলেন । রুদ্রসিংহের পরে তাহার জ্যেষ্ঠ পুত্র রুদ্রসেন সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। রুদ্রসেনের মুদ্রাসমূহে ১২১-১৪৪ শকাব্দের উল্লেখ আছে ৪ । গায়কবার্ড রাজ্যের ওখামণ্ডল প্রদেশে মূলবাসর নামক স্থানে রুদ্রসেনের রাজা-কালে ১২২ শকাব্দে (২•• (5) journal of the Royal Asiatic Society, 1890, p. 65. (R) Rapson, B. M. C., pp. 93-94, Nos. 324-25. (*) Ibid, p. 95. (*) Ibid, pp. 90- 105, Nos, 328-376.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।