অষ্টম পরিচ্ছেদ । \ురి ১৭২ বা ১৭৩ হইতে ১৭৬ শকাব্দ পর্যন্ত তারিখ প্রদত্ত আছে ১ । তৃতীয় দামজদীর পরে দামসেনের জ্যেষ্ঠ পুত্র বীরদামের পুত্র দ্বিতীয় রুদ্রসেন সৌরাষ্ট্রের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । ইহার মুদ্রাতেও কেবল “মহাক্ষত্রপ” উপাধির ব্যবহার দেখিতে পাওয়া যায়। এইগুলিতে ১৭৮ (?) হইতে ১৯৬ শকাব্দ তারিখে প্রদত্ত আছে ২ । দ্বিতীয় রুদ্রসেনের পুত্র বিশ্বসিংহ পিতৃ-সিংহাসন লাভ করিয়াছিলেন এবং তাহার মুদ্রায় *ক্ষত্রপ” ও “মহাক্ষত্রপ” উভয় উপাধিরই ব্যবহার দেখিতে পাওয়া যায় এবং এই গুলিতে ১৯৯ হইতে ২০ ১ (?) শকাব্দ তারিখ প্রদত্ত আছে ৩ । বিশ্বসিংহের পরে তাছার ভ্রাত ভক্তদাম সিংহাসন লাভ করিয়াছিলেন এবং তাহার মুদ্রায় উভয় উপাধিই ব্যবহৃত হইয়াছে। এই সকল মুদ্রায় ২০১ চইতে ২১৭ শকাব্দ তারিখ প্রদত্ত আছে ভর্তুদামের পুত্ৰ বিশ্বসেনের মুদ্রায় কেবল “ক্ষত্রপ” উপাধি ব্যবহৃত হইয়াছে। তাহার মুদ্রায় ২১৬ হইতে ২২৬ শকাব্দ তারিখ দেখিতে পাওয়া যায় বোধ হয় ১১৬ হইতে ১৭০ শকাব্দ (২৯৪—৩৪৮ খৃঃ অঃ ) পর্যন্ত “মহাক্ষত্রপ” উপাধিধারী কোন রাজা ছিলেন না ৬ । বিশ্বসেনের পরে বোধ হয় দামসেনের বংশের অধিকার লোপ হুইয়াছিল । বিশ্বসেনের পরে স্বামী জীবদাম নামক জনৈক সামান্ত ব্যক্তির বংশধরগণ সৌরাষ্ট্রের সিংহাসন লাভ করিয়াছিলেন । চপ্পনের পিতা খৃসমোতিকের ন্যায় জীবদামের রাজোপাধি দেখিতে পাওয়া যায় না, এই (>) | bid, pp. 137-40, Nos. 556-58o. (*) 1bid, pp. 141--46, Nos. 581-026. (9) Ibid, pp. 147--52, Nos. 627-64. (8) Ibid, pp. 153–61, Nos. 665-718. (4) Ibid, pp. 162-68, Nos. 719--66. (•) Ibid, p. cxli.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।