>や8 প্রাচীন মুদ্রা। জন্তু তাহাকে সামান্ত ব্যক্তি বলিয়া বোধ হয় ১ । কিন্তু তাহার নামের আকার দেখিয়া তাহাকে চণ্ঠনের বংশধর বলিয়াই অনুমান হয় । বিশ্বসেনের পরে স্বামী জীবদামের পুত্র দ্বিতীয় রুদ্রসিংহ সৌরাষ্ট্রের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। ইঙ্গার রজত মুদ্রায় “ক্ষত্রপ” উপাধি এবং ২২৭ হইতে ২৩০ (?) শকাব্দের তারিখ পাওয়া যায় ২ । দ্বিতীয় রুদ্রসিংহের পরে তাঙ্গার পুত্র দ্বিতীয় যশোদাম সিংহাসনে আরোহণ করিয়াছিলেন । ইহার রজত মুদ্রায় “ক্ষত্রপ” উপাধি এবং ২৩৯ চইতে ২৫৪ শকান্ধের তারিখ পাওয়া যায় ৩ । ২৫৪ শকাব্দ হইতে ২৭০শকাব্দের মধ্যে “মহাক্ষত্রপ” উপাধিধারী স্বামী দ্বিতীয় রুদ্রদাম সৌরাষ্ট্রের সিংহাসন লাভ করিয়াছিলেন। তাঙ্গর কোন মুদ্র আবিষ্কৃত হয় নাই, ৪ কিন্তু তাহার পুত্র তৃতীয় রুদ্রসেনের মুদ্রাসমূহে তাঙ্গার “রাজা” “স্বামী” ও “মহাক্ষত্রপ” উপাধি দেখিতে পাওয়া যায় ৫ । তাহার বংশপরিচয় অদ্যাপি আবিষ্কৃত হয় নাই, কিন্তু তাহার নামের আকার দেখিয়া তাহাকে চপ্পনের বংশধর বলিয়াই অনুমান হয়। পণ্ডিত প্রবর রেপসন অনুমান করেন যে, দ্বিতীয় রুদ্রদাম দ্বিতীয় রুদ্রসিংহের পিতা স্বামী জীবদামের বংশজাত ৬ । দ্বিতীয় রুদ্রদমের পুত্র তৃতীয় রুদ্রসেনের রজত মুদ্রাসমূহে তাহার “মহাক্ষত্রপ” উপাধি ২৭০ হইতে ৩০০ শকাব্দের তারিখ পাওয়া যায় ৪ । তৃতীয় রুদ্রসেনের কতকগুলি তারিখযুক্ত সীসক-নিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত (3) Jbid, p. cxli. (R) Ibid, pp. 170-74, Nos, 767-93. (8) Ibid, pp. 175-78, Nos. 794-811. (g) lbid, p. 178, cxliii. (*) Ibid, p. 179. {9) fbid, p, cliii. (*) Ibid, pp. 179--88, Nos. 812-903.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।