অষ্টম পরিচ্ছেদ । )\ుస ছিলেন ১ । দস্তুসেনের পুত্রের নাম ব্যাঘ্ৰসেন। ব্যাখ্রসেনের রজত মুদ্র দহসেনের মুদ্রার অনুরূপ। ইহার দ্বিতীয় দিকে “মহারাজদন্ত্রসেনপুত্র পরমবৈষ্ণবখ্ৰীমহারাজব্যাখ্রসেন” লিখিত আছে ২ । শকরাজগণের মুদ্রার অনুকরণে মুদ্রিত ভীমসেন ৩ ও কৃষ্ণরাজ ও নামক রাজদ্বয়ের মুদ্রা আবিষ্কৃত হইয়াছে । ভীমসেনের একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে , কিন্তু তাহার কাল বা বংশপরিচয় অদ্যাবধি নির্ণীত হয় নাই । পূৰ্ব্বে মুদ্র-তত্ত্ববিদৃগণ অনুমান করিতেন যে, কৃষ্ণরাজ রাষ্ট্রকূটবংশীয় দ্বিতীয় কৃষ্ণরাজ ও, কিন্তু পণ্ডিত প্রবর রেপসন ইহা স্বীকার করেন না ৭ । কৃষ্ণরাজের নামাঙ্কিত মুদ্রা বোম্বাই প্রদেশে নাসিক জেলায় আবিষ্কৃত হইয়া থাকে ৮। মালবে মুদ্রিত অন্ধ রাজগণের মুদ্রা পরবর্তী অধ্যায়ে বিবৃত হুইবে । (3) Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, Vol. XVI, p. 346. (R) Rapson, B. M. C., pp. 202-03, Nos. 975--82. (o) Rapson, Indian Coins, p. 27. (8) Cunningham's Coins of Mediaeval India, p. 8, pl. 1. 18. (*) Cunninghain, Archaeologiacal Survey Reports, Vol. IX. p. I 19. pl. XXX. (*) Journal of the Royal Asiatic Society, 1889, p. 138. (*) Indian Coins. 27. (*) Elliott, Coins of Southern India, p. 149.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।