নবম পরিচ্ছেদ । > R & পৰ্ব্বত ও বোধিবৃক্ষ এবং দ্বিতীয় দিকে ধন্থ ও শর আছে। এই জাতীয় মুদ্রায় তিন প্রকারের লিপি দেখিতে পাওয়া যায় – (১) রঞো বাসিঠাপুতস বিড়িবায়কুরস (২) রঞো মাঢ়রিপুতস সিবলকুরস (৩) রঞো গোতমিপুতস বিড়িবায়ুকুরস । বিড়িবায়ুকুর ও সিবলকুর শক দুইটির অর্থ অস্থাপি স্থির হয় নাই । অধ্যাপক রেপসন অনুমান করেন যে, এই শব্দগুলি স্থানীয় ভাষায় লিখিত স্থানীয় উপাধি । এই জাতীয় মুদ্রগুলি অন্ধু রাজগণের মুদ্র কিনা সে বিষয়ে সন্দেহ আছে । শ্ৰীযুক্ত দেবদত্ত রামকৃষ্ণ ভাণ্ডারকর অনুমান করেন যে, এষ্টগুলি অন্ধু রাজগণের মুদ্রা নছে । পণ্ডিত প্রবর ক্রযুক্ত সর রামকৃষ্ণ গোপাল ভাণ্ডারকরের মতানুসারে এইগুলি অন্ধ, সাম্রাজ্যের ভিন্ন ভিন্ন প্রদেশের শাসনকর্তৃগণের মুদ্র ৪ । অদ্যাবধি এই তিনজাতীয় মুদ্রার কাল অথবা পরিচয় নির্ণয় হয় নাই। সোপারা ও গুজরাটে গৌতমী পুল্ল শতিকর্ণি ও শ্ৰীযজ্ঞ শান্তকণি যে মুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন তাহা পূৰ্ব্ব পরিচ্ছেদে বিবৃত হইয়াছে। মালবে অন্ধ রাজবংশের সর্বপ্রাচীন মুদ্র আবিষ্কৃত হইয়াছে। এই সকল মুদ্রা অবন্থী নগরের মুদ্রার অনুকরণে মুদ্রাঙ্কিত এবং ইহাতে “রঞে সিরিসাতস” লিখিত থাকে নানাঘাটের গুহায় ঐশাত কর্ণির প্রস্তর-মূৰ্ত্তির নিয়ে যেরূপ অক্ষরে “রঞো শ্ৰীসাতস” লিখিত (») Ibid, pp. lxxxvi— lxxxvii. (*) Ibid, pp. lxxxvii. (*) Journal of the Bombay Branch of the Royal Asiatic Society, Vol. XXIII. p. 68. (8) Early History of 1) eccan, 2nd Edition, p. 20. (4) Rapson, B. M. C., p, xcii.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/১৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।