సa প্রাচীন মুদ্রা। কর্তৃক অনুকৃত হইয়াছিল ১ । মালবে কুণরাজ তোরমাণের বছ রজতমুদ্র আবিষ্কত হইয়াছে। ইহা মালবরাজ বুধগুপ্তের রজত মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত এবং এই সকল মুদ্রায় ৫২ অন্ধ তারিখ পাওয়া ধায় ২ । এই অব্দ তোরমাণের রাজ্যাঙ্ক অথবা কোন অন্ধের বর্ষ কি না তাহ অদ্যাবধি নির্ণীত হয় নাই। তোরমাণের এক প্রকার তাম্রমুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহাতে একদিকে সাসানীয় রাজগণের মস্তকের অনুকরণ আছে ও তাহার সম্মুখে ব্ৰাহ্মী-অক্ষরে “ব্র” লিখিত আছে । দ্বিতীয় দিকে উদ্ধাংশে সূর্য্যের চিহ্ন আছে এবং তন্নিয়ে ব্ৰাহ্মী-অক্ষরে “তোর” লিখিত আছে ৩ । তোরমানের পুত্র মিহিরকুলের রজত মুদ্র সম্পূর্ণভাবে সাসানীয় মুদ্রার অনুকরণ ৪ । মিহিরকুলের দুই প্রকার তাম্রমুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে রাজার মস্তক এবং তাহার মুখের পাশ্বে “ঐমিহিরকুল” বা “ঐমিহিরগুল” লিখিত আছে । দ্বিতীয় দিকে উদ্ধাংশে দণ্ডায়মান বুষের মুৰ্বি আছে এবং তন্নিয়ে “জয়তু বৃষ” লিখিত আছে । । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে দণ্ডায়মান রাজমুৰ্বি ও তাহার পার্থে একদিকে "মাছি মিহিরগুল” ও অপরদিকে সিংহাসনে দেবীমূৰ্ত্তি আছে ৬ । মিহিরকুলের এক প্রকার মুদ্রা তোরমাণের মুদ্রার উপরে মুদ্রিত পঞ্জাবে লবণ পৰ্ব্বতের নিকটে একখানি শিলালিপি (x) indian Coins, p. 29. (R) Journal of the Royal Asiatic Society, 1889, p. 136 ; Cunningham's Coins, of Medieval India, p. 20. (3) I. M, C., Vol. I, pp. 235-236, Nos. 1–6. (9) Indian Coins, p. 29. (a) 1. M. C., Vol. I, p. 236, Nos. 1 -9. to) Ibid, p. 237, No. 10. (*) Indian Coins, p. 30.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।