సె6 প্রাচীন মুদ্রা। সাসানীয় মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত দুইটি রজতমুদ্র আবিষ্কৃত হইয়াছিল ১ । এই রজত মুদ্রাদ্বয়ের বিশেষত্ব এই যে, ইহার প্রথমদিকে ব্রাহ্মী-অক্ষরে ও দ্বিতীয় দিকে পহলবী-অক্ষরে লিপি আছে। প্রথম দিকে ব্রাহ্মী-অক্ষরে “শ্ৰীহিতিধি ঐরণচ পরমেশ্বর ঐবাহিতিগীন দেবনারিত।” লিখিত আছে ২। এই লিপির প্রথমাংশের অর্থ অদ্যাবধি নির্ণীত হয় নাই এবং ইহার পাঠ সম্বন্ধেও মতদ্বৈধ আছে । সম্ভবতঃ ইহা পঞ্জাবের কোন বিদেশীয় রাজা কর্তৃক মুদ্রাঙ্কিত হইয়াছিল। তিগীন উপাধি দেখিয়া বোধ হয় যে, এই রাজা তুরুষ্কজাতীয় ছিলেন, কারণ তিগীন তুরুষ্ক ভাষার শব্দ। দ্বিতীয়দিকে বামপাশ্বে পল্লবী-অক্ষরে “সফ তনসফতফ” লিখিত আছে। দক্ষিণ পাশ্বে “তখানখোরাসানমালকা” লিখিত আছে । কানিংহাম কর্তৃক সংগৃহীত এই জাতীয় আরও কতকগুলি মুদ্রায় একদিকে গ্রীকৃ লিপির চিহ্ন আছে এবং অপরদিকে ব্রাহ্মী অক্ষরে “শ্ৰীবাদেবি-মানত্ৰী” লিখিত আছে ৪ । বাসুদেব নামক জনৈক রাজার মুদ্রায় ব্রাহ্মী ও পালবী উভয় প্রকার অক্ষরের ব্যবহার দেখিতে পাওয়া যায়। ইহাতে প্রথম দিকে “সফ বসু তফ লিখিত আছে। কানিংহাম অনুমান করেন যে এই পহলবী লিপির অর্থ শ্ৰীবাসুদেব । এই জাতীয় মুদ্রার দ্বিতীয়দিকে ব্রাহ্মী-অক্ষরে “শ্ৰীবাসুদেব,” এবং পল্লবী-অক্ষরে “তুকান জাউলস্তান সপদলথসান” লিখিত আছে । । এই জাতীয় আর এক প্রকার মুদ্রায় নাপকিমালিক নামক আর একজন রাজার নাম (?) Journal of the Royal Asiatic Society, 1850, p. 344. (a) I. M. C., Vol. I, p. 234, No. 1 : Numismatic Chronicle, 1894, p. 291, No. 9. (e) I. M. C., Vol. I, p. 234, No. 1. (8) Numismatic Chronicle, 1894, p. 289, No. 5. (*) Ibid, p. 292, No, Io.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।