পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

একাদশ পরিচ্ছেদ । উত্তরাপথের মধ্যযুগের মুদ্রা। (ক) পশ্চিম সীমান্ত । গুপ্ত সাম্রাজ্য ধ্বংসের পরে উত্তরাপথের ভিন্ন ভিন্ন প্রদেশসমূহ কিছুকাল হৰ্ষবৰ্দ্ধনের অধীনে একত্র হইয়াছিল। কিন্তু হর্ষের মৃত্যুর অব্যবহিত পরে তাহ পুনরায় বহু ক্ষুদ্র ক্ষুদ্র খগু-রাজ্যে বিভক্ত হইয়া যায়। খৃষ্টীয় নবম শতাব্দীর প্রারম্ভে গৌড়রাজ ধৰ্ম্মপাল ও দেবপাল উত্তরাপথে একাধিপত্য স্থাপন করিয়াছিলেন কিন্তু তাহাও দীর্ঘকাল স্থায়ী হয় নাই। নবম শতাব্দীর মধ্যভাগে মরুবাসী গুজ্জরজাতির অধিপতি প্রথম ভোজদেব কান্তকুঞ্জ অধিকার করিয়া একটি নূতন সাম্রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন। খৃষ্টীয় একাদশ শতাব্দীর প্রথমপাদ পর্যন্ত এই সাম্রাজ্যের ধ্বংসাবশেষ গুর্জর প্রতীহারবংশীয়রাজগণ কর্তৃক শাসিত হইত। এই বংশের প্রথম সম্রাট্র প্রথম ভোজদেবের মুদ্রা পূৰ্ব্ববৰ্ত্তী পরিচ্ছেদে বর্ণিত হইয়াছে ১ । ভোজদেবের পুত্ৰ মহেন্দ্রপালদেবের কোন মুদ্র অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। মহেন্দ্রপালের দ্বিতীয় পুত্র মহীপালের কতকগুলি সুবর্ণমুদ্র আবিষ্কৃত হইয়াছে। পূৰ্ব্বে এইগুলি তোমর ۱ مه د :} ,w-{x ۶tf%C3H (د)