একাদশ পরিচ্ছেদ । ᎼᏜᎸ বংশীয় মহীপালের মুদ্রা বলিয়া বিবেচিত হইত। তোমর বংশের কোন বিশ্বাসযোগ্য বংশলতিকা অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই এবং উক্ত বংশে মহীপাল নামক কোন রাজার অস্তিত্বের কোন বিশ্বাসযোগ্য প্রমাণ অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। এই জন্ত রায় ত্রযুক্ত মৃত্যুঞ্জয় রায় চৌধুরী বাহাদুর অনুমান করেন যে, মহীপাল নামযুক্ত সুবর্ণ মুদ্রাগুলি মহেন্দ্রপালের দ্বিতীয় পুত্ৰ মহীপালদেবের মুদ্র ১ । গুর্জর প্রতীহারবংশের অপর কোন রাজার মুদ্র অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই । কুজুলকদফিস, বিমকদফিস, ও কণিষ্ক প্রভৃতি কুষণবংশীয় সম্রাটুগণ প্রাচ্যজগতে যে বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করিয়াছিলেন, তাহ ধ্বংস হইলে কণিঙ্কের বংশধরগণ আফগানিস্তানে আশ্রয় গ্রহণ করিয়াছিলেন। তাহাদের বংশধরগণ খৃষ্টীয় একাদশ শতাব্দী পর্য্যন্ত আফগানিস্তানের পাৰ্ব্বতাপ্রদেশসমূহে আধিপতা করিতেন ২ । সপ্তম শতাব্দীতে পরিব্রাজক ইউয়ান্-চেয়াং এবং দশম শতাব্দীতে মুসলমান পণ্ডিত আৰু বইহান মলবিরুণী আফগানিস্তানের রাজগণকে কণিষ্কের বংশধর বলিয়া লিপিবদ্ধ করিয়া গিয়াছেন ৩ । অলবিরুণী লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, এই রাজবংশের একজন মন্ত্রী রাজাকে সিংহাসনচ্যুত করিয়া স্বয়ং রাজপদে অধিষ্ঠিত হইয়াছিলেন ৪ । কাবুল প্রথমে এই রাজবংশের রাজধানী ছিল । মুসলমানগণ য়াকুব-লাইসের নেতৃত্বে ২৫৭ হিজিরিতে (৮৭০/৭১ খৃষ্টাব্দে ) কাবুল অধিকার করিয়াছিল ইহার পরে উদভাণ্ডপুর (বর্তমান নাম হুগু বা উও) এই রাজবংশের রাজধানী হইয়াছিল । (১) ঢাকা রিভিউ, ১৯১৫, পৃ: ১৩৬ । (*) Indian Coins, p. 32. (°) Saghau's Albiruni, Vol. II, p. 13. (*) Ibid. (*) I. M. C., Vol. 1, p. 245.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২১৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।