S a ? প্রাচীন মুদ্রা। কাবুল অথবা উদভাওপুরে শাহিয় রাজবংশের পাঁচজনের মুদ্র আবিষ্কৃত হইয়াছে। এই সকল মুদ্র তিন প্রকারের। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে বৃষ ও অপর দিকে অশ্বারোহীর মূৰ্ত্তি আছে। দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে হস্তী ও অপর দিকে সিংহের মূৰ্ত্তি আছে। তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে সিংহ ও অপর দিকে ময়ূরের মূৰ্ত্তি আছে ১ । শেষোক্ত প্রকারের একটি মাত্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহা লণ্ডনের ব্রিটিশ মিউজিয়মে রক্ষিত আছে এবং ইহাতে রাজার নাম “শ্ৰীকমর” লিখিত আছে ২ । ইহা সম্ভবতঃ কমলু বা কমলুকের মুদ্রা । হস্তী ও সিংহ মুক্তিযুক্ত মুদ্রায় “শ্ৰীপদম,” “শ্রীবন্ধদেব” ও “খ্রসামন্তদেব” নামক তিন জন রাজার নাম পাওয়া গিয়াছে। এই সকল মুদ্র তাম্র-নিৰ্ম্মিত । এই বংশের স্পলপতিদেব, ও সামন্তদেব, ৪ বন্ধদেব, ৫ ভীমদেব ৬ ও খুডবয়কের ও রজত মুদ্র আবিষ্কৃত তইয়াছে । এই সকল মুদ্রায় একদিকে বৃষ ও অপর দিকে অশ্বারোগীর মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় । স্পলপতিদেবের মুদ্রায় অঙ্কে তারিখ প্রদত্ত আছে ৮। ঐযুক্ত স্মিথ, অনুমান করেন যে, এইগুলি শকাব্দের তারিখ ৯ । পূৰ্ব্বে অশটপাল বা অশতপাল নামক জনৈক রাজা উদভাণ্ডুপুরের শাহিরাজবংশজাত (>} I. M. C., Vol. I, p. 243. (R) Cunningham's Coins of Mediaeval India, p. 62, No. 1. (9) I. M. C., Vol. I, pp. 246-47, Nos. 1-1 1. (8) lbid, pp. 247-48, Nos. 1– 14. (o) Ibid, pp. 248-49, Nos. 1-5. (9) Cunningham's Coins of Mediaeval India, pp. 64–65, ?Nos. 17-18. (*) 1. M. C., Vol. 1, p. 249, Nos. 1-3. (*) Numismatic Chronicle, 1882, p. 128, 291. (*) I. M. C., Vol. I, p. 245.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২২২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।