একাদশ পরিচ্ছেদ ఫి రినీ ংশীয় রাজা এবং অজয়পাল কুমারপালের পুত্র ১ । মালবে গোয়ালিয়র রাজ্যে মহারাজাধিরাজ অজয়পালের রাজ্য-কালে ১২২৯ বিক্রমাদে ( ১১৭৩ খৃষ্টাব্দে ) উৎকীর্ণ একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে ২ । এই স্থানে কুমারপালের রাজ্যকালে ১২২০ বিক্রমান্ধে (১১৬৪ খৃষ্টাব্দে ) উৎকীর্ণ একখানি ৩ এবং মেওয়ার রাজ্যে চিতোরে ১২০৭ বিক্রমাদে ( ১১৫০ খৃষ্টাব্দে ) উৎকীর্ণ কুমারপালের রাজ্যকালে আর একখানি শিলালিপি ও আবিষ্কৃত হইয়াছিল । মধ্যভারতে ও মালবে যখন কুমারপাল ও অজয়পালের মুদ্র অধিক পরিমাণে আবিষ্কৃত হইয়া থাকে এবং এই সকল প্রদেশ যখন এককালে চালুক্যবংশীয় কুমারপাল ও অজয়পালের অধিকারভূক্ত ছিল, তখন কুমারপালের সুবর্ণমুদ্রা এবং অজয়পালের রজতমুদ্রা চালুক্যবংশীয় যথানামা মুদ্র হওয়াই সম্ভব। উদভাগুপুরের শাহিরাজ ংশের মুদ্রার অনুকরণে মিশ্রধাতু-নিৰ্ম্মিত অনঙ্গপালদেবের মুদ্রা আবিষ্কৃত হইয়াছে। কানিংহাম, রেপসন ও এবং স্মিথ, শাহিরাজগণের মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত মদনপালের নামাঙ্কিত মিশ্রধাতুর মুদ্রা গাহডবাল বংশীয় চন্দ্রদেবের পুত্র মদনপালের মুদ্রা বলিয়া গ্রহণ করিয়াছিলেন। গোবিন্দচন্দ্রের সুবর্ণ বা তাম্রমুদ্রা শাহিরাজগণের মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত নহে ৮ ; সুতরাং মদনপালের নামাঙ্কিত মিশ্রধাতুর মুদ্রা গাহডবাল SSASAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS --- سنج ممبمب.م.م (3) Epigraphia Indica, Vol. VIII, App. I, p. 14 (*) Indian Antiquary, Vol. XVII, p. 347. (e) Ibid, p. 343. (8) Epigraphia Indica, Vol. II. p. 422. (4) Cunningham's Coins of Mediaeval India, p. 87, No. 15. (*) Indian Coins, p. 31. (*) I. M. C., Vol. I, p. 260. (v) Ibid, pp. 260---61, Nos. 1--9
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২২৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।