একাদশ পরিচ্ছেদ । ఫి రి (t কাশ্মীরের সর্বপ্রাচীন মুদ্র স্কুণরাজগণের মুদ্রা । কাশ্মীরে খিঙ্গিল, তোরমান, মিহিরকুল ও লখন উদয়াদিত্যের মুদ্রা আবিষ্কৃত হইয়াছে। রাজতরঙ্গিণী অনুসারে থিঙ্খিল মিহিরকুলের পরবর্তী রাজা ১ । মুদ্রার খিঙ্গিল এবং কম্বলনের থিঙ্খিল অভিন্ন ব্যক্তি বলিয়াই অনুমান হয় । মুদ্রাতত্ত্ববিদগণের মতানুসারে খিঙ্গিল তোরমান ও মিচিরকুলের পূর্ববৰ্ত্তী ২ । ই হার অপর নাম নরেন্দ্রাদিত্য ও । খিঙ্গিলের রজত ও তাম্রমুদ্র আবিষ্কৃত হইয়াছিল। রজতমুদ্রায় একদিকে রাজার মস্তক ও “দেব ষাহিখিঙ্গিল” লিখিত আছে তাম্রমুদ্রায় একদিকে মুকুটপরিহিত রাজার মস্তক ও অপর দিকে ঘট আছে, ৫ ঘটের পাশ্বে “খিঙ্গিল” লিখিত আছে । তোরমানের মুদ্রা তাম্র-নিৰ্ম্মিত এবং ইহা কুষণবংশের মুদ্রার অনুকরণ । ইহাতে প্রথম দিকে রাজার সম্পূর্ণ নাম “শ্ৰীভূৰ্য্যমান” বা “শ্ৰীতোরমান” দেখিতে পাওয়া যায় ৬ । রাজতরঙ্গিণীর মতানুসারে প্রবরসেন মিহিরকুলের পুত্র। প্রবরসেনের সময় হইতে কাশ্মীর রাজগণের মুদ্রায় কুষণ ও গুপ্তবংশীয় রাজগণের সুবর্ণ মুদ্রার স্তায় একদিকে দণ্ডায়মান রাজ মূৰ্ত্তি ও অপর দিকে লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় ৭ । প্রবরসেন, ৮ গোকৰ্ণ, শ প্রথম (3) Chronicles of the Kings of Kashmir, Vol. 1, p. 80. (R) Numismatic Chronicle, 1894, p. 279. (৩) রাজতরঙ্গিণী, প্রথম তরঙ্গ, ৩৪৭ শ্লোক । (g) Numismatic Chronicle, 1894, pp. 279 - 8o, No. 1 I. (a) V. A. Smith's Catalogue of Coins in the Indian Museum, Vol. I, p. 267. (e) Ibid, pp. 267-68, Nos. 1-8. (o) Ibid, pp. 268-73. (v) Coins of Mediaeval India, p. 43, Nos. 3-4. (a) Ibid, p. 43, No. 6.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২২৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।