২০৮ প্রাচীন মুদ্রা। ( ১ ) সুস্সল ( ১১১২–২৮ খৃষ্টাব্দ ) । (২) জয়সিংহদেব ( ১১২৮—৫৫ , ) ২ (৩) জাগদেব ( ১১৯৮—১২১৪ , ) ৩ জলামুখী বা কাঙ্গড়া উপত্যকার রাজগণ মুসলমান বিজয়ের বহুপরেও স্বাধীনতা অক্ষুণ্ণ রাখিয়াছিলেন এবং খৃষ্টীয় সপ্তদশ শতাব্দীর প্রারম্ভ পৰ্য্যন্ত উদভাগুপুরের শাহিরাজগণের মুদ্রার অনুকরণে তাম্রমুদ্রা মুদ্রাঙ্কিত করাইয়াছিলেন। কাঙ্গড়ার সৰ্ব্বপ্রাচীন মুদ্রার একদিকে বৃষের মূৰ্ত্তি ও সামন্তদেবের নাম এবং অপর দিকে অশ্বারোগী মূৰ্ত্তি আছে। খৃষ্টীয় চতুর্দশ শতাব্দীর প্রথমাদ্ধে পীথমচন্দ্র বা পৃথ্বীচন্দ্র নূতন প্রকারের মুদ্র প্রচলন করিয়াছিলেন। ইহাতে প্রথমদিকে দুই বা তিন ছত্রে রাজার নাম লিখিত আছে এবং দ্বিতীয় দিকে অশ্বারোহী মূৰ্ত্তি আছে । কাঙ্গড়ার নিম্নলিখিত রাজগণ পৃথ্বীচন্দ্রের মুদ্রার অনুকরণে মুদ্রাঙ্কন করাইয়াছিলেন :– (১) অপূৰ্ব্বচন্দ্র ( ১৩৪৫–৬• খৃষ্টাব্দ ) { ( 2 ) রূপচন্দ্র ) ۹ س- ہوا 9 لاt , ) ; (৩) সিঙ্গারচন্দ্র ( ১৩৭৫-৯০ , ) ৭ ( ৪ ) মেঘচন্দ্র ( ) రిసె0-38 ) ? তাম্রমুদ্রা (5) (R) (9) (#) (*) {b} (a) (*) ibid, No. 1. Ibid, p. 273, Nos. 1- 2. ibid, Nos. 1-5, Ibid, p. 275, Nos. 1–5. Ibid, p. 276. Nos. 1-5. Ibid, pp. 276-77, Nos, 1-8. Ibid, p. 277, Nos. 1-7. Ibid, Nos, 1-5.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৩০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।