দ্বাদশ পরিচ্ছেদ । ২১৭ ( ১ ) শ্ৰীমহ (২) মদ বিনি ( ৩ ) সাম ১ এবং দ্বিতীয় বিভাগের মুদ্রায় ঃ– ( ১ ) শ্ৰীমদ | হ ] ( 2 ) মীর মহ { ম ] (৩) দ সাম ২ । লিখিত আছে । নেপালের প্রাচীন মুদ্রা দেখিলে যৌধেয় জাতির মুদ্র বলিয়া ভ্রম হয় । সম্ভবতঃ এই দুই প্রকারের মুদ্রাই কুমণবংশীয় রাজগণের মুদ্রার অনুকরণে নিৰ্ম্মিত বলিয়া এইরূপ ভ্রম হইয়া থাকে ৩ । মানাঙ্ক, গুণাঙ্ক, বৈশ্রবণ, অংশুবৰ্ম্মা, জিষ্ণুগুপ্ত ও পশুপতি এই ছয়জন রাজার মুদ্র আবিস্কৃত হইয়াছে । তন্মধ্যে পশুপতি ব্যতীত অপর পাচ জন রাজার নাম নেপালের বাজবংশাবলীসমূহে পাওয়া গিয়াছে। এই ছয়জন রাজার মধ্যে মানাঙ্কের মুদ্রা সৰ্ব্বাপেক্ষা প্রাচীন। ইহাতে একদিকে পদ্মাসনা লক্ষ্মীমৃষ্টি ও “শ্ৰীভোগিনী” লিখিত আছে। দ্বিতীয় দিকে দণ্ডায়মান সিংহমূৰ্ত্তি ও “শ্ৰীমানাঙ্ক’ লিখিত আছে ৪ । মানাঙ্ক নেপালের শিলালিপি সমূহে মানদেব নামে উল্লিখিত ৫ গুণাঙ্কের মুদ্রায় একদিকে পদ্মাসনা লক্ষ্মীমূৰ্ত্তি ও অপরদিকে হস্তিমূৰ্ত্তি আছে। লক্ষ্মীমূৰ্ত্তির পাশ্বে “শ্ৰীগুণাঙ্ক" (3) H. M. Wright, Catalogue of Coins in the Indian Museum, \'o}. J 1. pt. 1. p. 17, No. 1. (R) ibid, Nos. 2-3 (9) Indian Coins, p. 32. (8) Coins of Ancient India, p. 1 16, I. M. C. Vol, I, 253. (¢) Indian Antiquary, Vol. IX, pp. 163—07.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।