দ্বাদশ পরিচ্ছেদ । ミ>ふ আছে। দ্বিতীয় দিকে একটি চিহ্ন আছে ১ । জিষ্ণুগুপ্তের একখানি শিলালিপি আবিষ্কৃত হইয়াছে ২। পশুপতির তিনপ্রকার মুদ্র আবিষ্কৃত হুইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে দণ্ডায়মান বা উপবিষ্ট বৃষের মূৰ্ত্তি ও অপরদিকে স্বর্য্যের বা অন্য কোন চিহ্ন আছে ৩। দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে ত্রিশূল ও অপরদিকে স্বর্য্যের চিহ্ন আছে ৪ । তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে উপবিষ্ট রাজমূৰ্ত্তি ও অপরদিকে সপুষ্প ঘট আছে ৫ । এই সকল মুদ্রায় দুইদিকের কোন একদিকে রাজার নাম আছে। বুদ্ধগয়ায় পশুপতির দুই একটি মুদ্রা আবিষ্কৃত হইয়াছে । অতি প্রাচীনকালে আরাকানে ভারতীয় উপনিবেশ স্থাপিত হইয়াছিল । খৃষ্টীয় সপ্তম অথবা অষ্টম শতাব্দীতে আরাকানে ভারতীয় রাজগণ রাজত্ব করিতেন । ইহাদিগের অন্ত কোন পরিচয় অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই, তবে রম্যাকর, ললিতাকর, শ্রীশিব প্রভৃতি নাম দেখিয়া বোধ হয় যে, এই সকল আরাকান রাজগণ ভারতীয় ব্যক্তি ছিলেন । ইহার চন্দ্রবংশজাত, এবং ৭৮৮ হইতে ৯৮৭ খৃষ্টাব্দ পর্য্যন্ত রাজ্য ভোগ করিয়াছিলেন ৭ । ইহাদিগের মুদ্রায় একদিকে উপবিষ্ট বৃষের মূৰ্ত্তি এবং অপরদিকে এক নুতন প্রকারের ত্রিশূল দেখিতে পাওয়া যায় । এইরূপ t>) Coins of Ancient India, p. I 17. pl. XIII. 7. {&) Indian Antiquary. Vol. IX, p. J7i. (3) Coins of Ancient India, p. 1 17, pl. XIII. 8—1 1. (8) Ibid, p. i 18, pl. XIII. 12—13. (6) Ibid, pl. XIII. 14-15. (o) Cunningham's Mahabodhi, pl, XXVII. H. (*) I. M. C., Vol. I, p. 331. (*) Ibid, p. 332.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/২৪১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।