প্রথম পরিচ্ছেদ । Sළු এই সকল প্রমাণ হইতে বুঝিতে পারা যায় যে, খৃঃ পূঃ ৫ম ও ৬ষ্ঠ শতাব্দীতে ভারতবর্ষে পুরাণাদি মুদ্রার প্রচলন ছিল, সুতরাং খৃষ্টের জন্মের সহস্ৰ বৎসর পূৰ্ব্বে এই সকল মুদ্রার উৎপত্তি হইয়াছিল বলিলে অত্যুক্তি হইবে না । ইহাই মুদাতত্ত্ববিদ কানিংহামের মত, কিন্তু রেপসন২ ও স্মিথ ও অনুমান করেন যে, যে সময়ে জাতকের গল্পগুলি বর্তমান আকারে লিখিত হইয়াছিল, সেই সময়েই পুরাণাদি মুদ্রার প্রচলন আরম্ভ হইয়াছিল। এই সকল মুদ্রা কতদিন পর্য্যন্ত প্রচলিত ছিল, তাঙ্গ নিশ্চয় বলা যায় না। অনুমান হয় যে, খৃষ্টাব্দের আরম্ভ সময়ে পুরাণ, সুবর্ণ প্রভৃতি অঙ্কচিঙ্গযুক্ত মুদ্রার প্রচলন রহিত হইয়াছিল। বুদ্ধগয়ার মন্দির-বেষ্টনী এবং বরহুৎ গ্রামের স্তুপ বেষ্টনীতে অনাথপিওদ কর্তৃক জেতবন ক্রয়ের যে দুইটি খোদিত লিপি ( Bas-relief ) আছে তাত হইতে প্রমাণ হইতেছে যে, তৎকালে অঙ্কচিহ্নযুক্ত মুদ্রাই ব্যবহৃত হইত। বরহুং গ্রামের স্তুপ ও বুদ্ধগয়ার মন্দির-বেষ্টনী খৃঃ পূঃ ২য় শতাব্দীতে নিৰ্ম্মিত হইয়াছিল। দুই বৎসর পূৰ্ব্বে প্রত্নতত্ত্ব-বিভাগের সর্বাধ্যক্ষ সার জন মার্শেল ( Sir John Marshall ) তক্ষশিলার ধ্বংসাবশেষ খননকালে দ্বিতীয় দিয়দাতের সুবর্ণ মুদ্রর সঙ্কিত বহু পুরাণ বা রজত কার্যাপণ আবিষ্কার করিয়াছিলেন । দ্বিতীয় দিয়দান্তের আনুমানিক রাজাকাল খৃঃ পূঃ ৩য় শতাব্দীর শেষাদ্ধ। কানিংহাম লিপিবদ্ধ করিয়া গিয়াছেন যে, কতকগুলি দীর্ঘকাল ব্যবহৃত *3f* fáôï óffywf* (Antimachos II), fùifsi- (Philoxenos), (2) Coins of Ancient India, p. 43. (*) Indian Coins, p. 2. to Catalogue of Coins in the Indian Museum, Vol. I, p. 135. (*) J. H. Marshall–Sketch of Indian Antiquities, Calcutta, 1914, p. 17.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।