প্রথম পরিচ্ছেদ । ృt (৩) লক্ষ্মণসেনের আকুলিয়ার তাম্রশাসন –.সংবৎসরেণ কপর্দকপুরাণশতিকোৎপত্তিকং১ . । ( e ) লক্ষ্মণসেনের মাধ্যইনগরের তাম্রশাসন :– .. শতৈকাত্মকসংবৎসরেণ কপৰ্দ্দকাণ্ঠষষ্টি পুরাণাধিক শতমূলাক৷২ ... ! ( ৫ ) লক্ষ্মণসেনের তপনদীঘির তাম্রশাসন –.সংবৎসরেণ কপদক , পুরাণ সাৰ্দ্ধশষ্টতকোৎপত্তিকোত ... । { ৬ ) বিশ্বরূপসেনের মদনপাড় তামশাসন ;–.দ্বাত্রিংশং পুরাণোত্তর চ ত্রীশতিক ১ ৩২ ৪ । রৌপ্যের পাত কাটিয়া ভাস্কার উভয় পাশ্বে একটি একটি করিয়া অনেক গুলি অঙ্কচিঙ্গ মুদিত ঠাইত । কি কারণে তাঙ্গ বলিতে পার। যায় না, মুদ্রার একই দিকে অধিকাংশ অঙ্কচিহ্ন গুলি মুদ্রিত হইত, অপর দিকে অনেক পুরাণে অঙ্কচিহ্ন থাকিত না, থাকিলেও সেগুলির সংখ্যা অতি অল্প। উভয় দিকে অঙ্কচিঙ্গের সংথ্য সমান এরূপ মুদ্রা অতীব বিরল । এই সকল অঙ্কচিহ্নের উৎপত্তি সম্বন্ধে পণ্ডিতগণের মধ্যে মতভেদ আছে। কানিংহাম প্রমুখ মুদ্রাতত্ত্ববিদগণ বলেন যে, বণিকগণ একবার পরীক্ষিত মুদ। পুনরায় চিনিয়া লইবার জন্য এইরূপ চিহ্নাঙ্কন করিত । পরবর্তী কালে বাঙ্গালায় স্বাধীন মুসলমান নরপতিগণের রজতমুদ্রাসমূহে এইরূপ অঙ্কচিহ্ন (punch mark & shroff mark ) দেখিতে পাওয়া যায় । প্রত্নতত্ত্ব-বিভাগের অন্যতম অধ্যক্ষ ডাক্তার পুনারের মতানুসারে পুরাণের অঙ্কচিহ্নগুলি ঐ সকল মুদ্রা যে যে নগরে মুদ্রিত হইয়াছিল (১) ঐতিহাসিক চিত্র, ১ম পৰ্য্যায়, পৃঃ ২৯ । (২) রংপুর সাহিত্য-পরিষদূ-পত্রিকা, ৪র্থ ভাগ, পৃঃ ১৩১ ৷ (৩) সাহিত্য-পরিষৎ-পত্রিক, ১৭শ ভাগ, পৃঃ ১৩৯ ৷ (*) Journal of the Asiatic Society of Bengal, 1896, pl., I., p. 13.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৩৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।