দ্বিতীয় পরিচ্ছেদ । 는 > বর্ষের কোন চিত্রশালাতেই নাই । অপর মুদ্রার অভাবে আমি অধ্যাপক চিলের ( G. R. Hill ) “ঐতিহাসিক গ্ৰীক মুদ্রা সমূহ” এবং অধ্যাপক গার্ডনারের (Percy Gardner ) “আলেকজাণ্ডারের পূৰ্ব্বে এসিয়ার সুবর্ণমুদ্রা ২" নামক গ্রন্থদ্বয়ে প্রদত্ত ক্রিসাসের সুবর্ণমুদ্রার বিবরণ ও চিত্র দেখিয়৷ স্থির করিয়াছিলাম যে, রায়চৌধুরী মহাশয় কর্তৃক সংগৃহীত মুদ্রাটি অকৃত্রিম । লক্ষ্মেী ক্যানিং কলেজের অধ্যাপক প্রসিদ্ধ মুদ্রাতত্ত্ববিদ ব্রাউনের (C. J. Brown) নিকটে এই মুদ্রার চিত্র ও রায়চৌধুরী মহাশয়ের প্রবন্ধ প্রেরিত হইয়াছিল। অধ্যাপক ব্রাউন ও এই মুদ্র কৃত্রিম বলিয়া সন্দেষ্ট করেন নাই । খৃষ্ট পূৰ্ব্ব ষষ্ঠ শতাব্দীর মধ্যভাগে এসিয়া মহাদেশে লিডিয়া দেশের মিশ্রধাতু ও সুবৰ্ণ মুদাই বাণিজ্যের জন্ত ব্যবহৃত হুইত । খৃষ্ট পূৰ্ব্ব ৫৪৬ অব্দে লিডিয়ারাজ ক্রিসাস পারসিকরাজ খুরুষ (Cyrus) কর্তৃক পরাজিত হইলে লিডিয়া দেশের স্বাধীনতা লোপ হয় এবং সেই সময় হইতে প্রাচ্যজগতে দারিক ( Daric ) এবং সিগ্লোস ( Siglos ) নামক সুবর্ণ ও রজতমুদ্র নিৰ্ম্মিত চাইতে আরম্ভ হয়। রায়চৌধুরী মহাশয় অনুমান করেন যে, তৎকর্তৃক সংগৃহীত মুদ্রাট ৩২৭ খৃঃ পূৰ্ব্বান্ধে জগদ্বিজয়ী বীর আলেকজাণ্ডারের ভারত আক্রমণের পূৰ্ব্বে কোন সময়ে ভারতবর্ষে আনীত হইয়াছিল ৩ } খৃষ্ট পূৰ্ব্ব পঞ্চম অথবা ষষ্ঠ শতাব্দীতে ভারতের উত্তর-পশ্চিম সীমান্তস্থিত প্রদেশগুলি পারসিক সাম্রাজ্যভুক্ত হইয়া গিয়াছিল। তখন পুরুষ ( Cyrus ), দরিয়াবুন ( Darius ) প্রভৃতি হখামানিৰীয় (Achae to) G. F. Hill's Historical Greek Coins, p. 18, pl. I. 7. {R) Percy Gardner's Gold Coins of Asia before Alexander the Great, p. го, pl, 1. 5. (*) Journal and Proceedings of the Asiatic Society of Bengal, Vol. X., 1914, p. 487.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।