দ্বিতীয় পরিচ্ছেদ । *○ উভয়ই একসময়ে ব্যবহৃত হইত। । এই জাতীয় মুদ্রাসমূহে একটি মুদ্রায় রান্ধী “যো” ও আর একটি মুদ্রায় থরোষ্ঠী “গ” দেখিতে পাওয়া যায় । অধ্যাপক রেপসন সৰ্ব্বসমেত বারটি থরোষ্ঠী ও ব্রাহ্মী অক্ষর এই জাতীয় মুদ্রায় আবিষ্কার করিয়াছেনও । অনুমান হয় যে গোলাকার পুরাণগুলি পারসিক অধিকারকালে বিদেশীয় মুদ্রার অন্তকরণে নিৰ্ম্মিত হইয়াছিল। রোমক সাম্রাজ্যের অভূদিয়কালে লক্ষ লক্ষ রোমদেশীয় সুবর্ণ, রজত ও তাম্রমুদ্রা ভারতবর্ষে আনীত হইত। এখন ও উত্ত্বরাপথেব ও দক্ষিণাপথের নানাস্থানে সময়ে সময়ে রোমদেশের বহু সুবর্ণ, রৌপ্য ও তামমুদ্র আবিষ্কৃত হইয়া থাকে কয়েক বৎসর পূৰ্ব্বে উড়িষ্যায় রোমক সম্রাট হাড়িয়ানের একটি সুবর্ণমুদ্র আবিষ্কৃত হুইয়াছিল । বোমক সাম্রাজ্যের অধঃপতনের কালে আরব সমুদ্রপথে ভারতীয় বণিকগণের বাণিজ্য হ্রাস হইতে আরম্ভ হয়। দ্বিতীয় জলপথটি বঙ্গোপসাগরের পথ, এই পথে বাঙ্গলী, উড়িয়া এবং দাবিড় বণিকগণ বাণিজ্যবাপদেশে ব্রহ্ম, মলয় উপত্যকা, যবদ্বীপ প্রভৃতি স্থানে গমন করিয়। ঐ সকল দেশে ভারতীয় উপনিবেশ স্থাপন করিয়াছিলেন । এই পথে বিদেশীয় মুদ্রা ভারতবর্ষে আসিত না বটে, কিন্তু প্রাচ্যজগতে অতি বিস্তীর্ণ ভারতীয় ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপিত হইয়। ছিল ; অতি প্রাচীনকাল হইতে প্রাচীন পারসিক মুদ্রার সহিত গ্ৰীসদেশের আথেন্সনগরের পেচকমুক্তিযুক্ত মুদ্র সমূহ প্রাচ্যজগতে বাণিজ্যে ব্যবহৃত (*) Indian Coins, p. 3. t 8) Ibid. pl. I, 3-4. (9) journal of the Royal Asiatic Society, ; 895, p. 875. 00 TBB DBBB BBBBB BBBB BBB BBB BBB DDDD *for Journal of the Royal Asiatic Society, 1904, pp. 591–673,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।