দ্বিতীয় পরিচ্ছেদ । ২৭ কতকগুলি সুবর্ণ, রৌপ্য ও তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে, কিন্তু এইগুলি প্রথম দিয়দাতের মুদ্রা কি দ্বিতীয় দিয়দাতের মুদ্র তাহ নির্ণয় করিবার কোন উপায় অদ্যাবধি আবিষ্কৃত হয় নাই। প্রথম দিয়দাত মৌর্য্যসম্রাটু অশোকের রাজ্যকালের মধ্যভাগে বাহুলীকে স্বাধীন রাজ্য স্থাপন করিয়াছিলেন এবং তৎপুত্র দ্বিতীয় দিয়দাত অশোকের রাজ্যকালের শেষভাগে অথবা তাহার মৃত্যুর অব্যবহিত পরে বালকের সিংহাসনে আরোহণ করিয়াছিলেন। অশোকের মৃত্যুর পরেই ভারতের উত্তর-পশ্চিম সীমান্তস্থিত প্রদেশগুলি মৌর্য্যবংশীয় নরপালগণের অধিকারচু্যত হইয়াছিল । অনুমান হয়, দ্বিতীয় দিয়দাত কপিশা, উদ্যান ও গান্ধার জয় করিয়া পঞ্চনদের পশ্চিমাংশ হস্তগত করিয়াছিলেন, কারণ, সিন্ধু নদের পূর্বদিকে অবস্থিত তক্ষশিল নগরীর ধ্বংসাবশেষ মধ্যে প্রত্নতত্ত্ব-বিভাগের সর্বাধ্যক্ষ ( Director-General ) is a sin wroi (Sir John Marshall ) দিয়দাতের কতকগুলি সুবর্ণ মুদ্র আবিষ্কার করিয়াছেন। দিয়দাতের নামাঙ্কিত এক প্রকারের সুবর্ণ মুদ্রা, দুই প্রকারের রজত মুদ্রা ও এক প্রকারের তাম্র মুদ্র অদ্যাবধি আবিষ্কৃত হইয়াছে। মুদ্রাতত্ত্ববিদগণকর্তৃক আকারানুসারে রজত মুদ্র দুই ভাগে বিভক্ত হইয়াছে, ক্ষুদ্র এবং বৃহৎ । বৃহদাকার রজত মুদ্রায় দুইটি উপবিভাগ আছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে রাজার মুখ ও অপরদিকে বজহস্তে জুপিটারের (Jupiter) মূৰ্ত্তি, একটি ঈগলপক্ষী ও পুষ্পমালা দেখিতে পাওয়া যায়। দ্বিতীয় প্রকারে মাল্যের পরিবর্তে চন্দ্রকলা ও ক্ষুদ্রতর ঈগলপক্ষীর মূৰ্ত্তি আছে । ক্ষুদ্র রজত মুদ্রাগুলি দুষ্প্রাপ্য নহে, কিন্তু দিয়দাতের তাম্রমুদ্রাগুলি অতীব ভূপ্রাপ্য। তাম্র মুদ্রাগুলির একদিকে জুপিটারের মস্তক ও অপরদিকে দেবী (?) Catalogue of Coins in the British Museum, Greek and Scythic Kings of Bactria and India, p. 3., pl. 1. 5-7,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।