পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৫১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় পরিচ্ছেদ । & ←Ꮬ সহিত স্বীয় কন্যার বিবাহ দিয়াছিলেন । পাশ্চাত্য ঐতিহাসিক পলিবিয়ুস ( Polybios ) এই সকল ঘটনা লিপিবদ্ধ করিয়া গিয়াছেন। ইউৰ্থিদিমের সুবৰ্ণ, রজত ও তামমুদ্র আবিষ্কৃত হইয়াছে। ইহার সুবর্ণমুদ্র অত্যন্ত দুপ্রাপা ; ইউথিদিমের একটিমাত্র সুবর্ণ মুদ্রা লগুনের ব্রিটিশ মিউজিয়মে রক্ষিত আছে । ইঙ্গর একদিকে রাজার মূৰ্ত্তি ও অপরদিকে দগুহস্তে জুপিটারের মুক্তি দেখিতে পাওয়া য়ায় । ইউথিদিমের রজত মুদ্র দ্বিবিধ ; প্রথম প্রকারে একদিকে রাজার প্রৌঢ় বয়সের মূৰ্ত্তি ও অপরদিকে শিলাখণ্ডে আসীন দণ্ড হস্তে হাকিউলিসের মুক্তি দেখিতে পাওয়া যায় । ইহাতে দুইটি উপবিভাগ আছে । প্রথম উপবিভাগে হাকিউলিসের হস্তের দণ্ড শিলার উপরে ন্যস্ত আছে, কিন্তু দ্বিতীয় উপবিভাগে দণ্ড তাতার জানুর উপরে রক্ষিত আছে । উভয়বিধ মুদ্ৰাই আকারে অতি ক্ষুদ্র ; এই জাতীয় বৃহদাকার মুদ্রা দেখিতে পাওয়া যায় না । দ্বিতীয়বিধ মুদ্রায় রাজার বৃদ্ধ বয়সের মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায়, কিন্তু এই জাতীয় মুদ্রা অতীব "প্রাপ্য, লণ্ডনের ব্রিটিস মিউজিয়ুমে উঠার দুইটি মাত্র নিদর্শন রক্ষিত আছে । ইউগিদিমের তাম্রমুদ্র দ্বিবিধ। প্রথম প্রকারে একদিকে ংকিউলিসের মুষ্টি ও অপরদিকে নৃত্যপরায়ণ অশ্ব দেখিতে পাওয়া যায়। দ্বিতীয় প্রকবে একদিকে গ্রীকদেবতা আপোলোর (Apollo ) মস্তক ও অপরদিকে ত্রিপদ বেদী দেখা যায়। ইউথিদিমের নামাঙ্কিত কতকগুলি অত্যন্ত দুষ্পাপ্য রজত মুদ্রায় রাজার তরুণ বয়সের মূৰ্ত্তি অঙ্কিত আছে। অধ্যাপক গাড়নারের মতে এইগুলি দ্বিতীয় ইউথিদিমের মুদ্রা। প্রথম ইউথিদিমের সহিত তাহার কি সম্বন্ধ ছিল তাহা জানিতে পারা যায় নাই । অধ্যাপক গার্ডনার অনুমান করেন যে, ইনি দিমিত্রিয়ের পুত্র ও প্রথম (8) B. M. C. p. 4 ; pl. l.–1o, (*) Ibid, p. 5, Nos. 13-14.