দ্বিতীয় পরিচ্ছেদ । ○ > ভারতীয় ভাষায় নিজ নাম অঙ্কিত করাইয়াছিলেন এবং গ্রীক তেলের রীতির পরিবর্তে পারসিক রীতি অবলম্বন করিয়াছিলেন । দিমিত্রিয়ের ziņqệ orizzg ( Pantaleon ) s sss IFH (Agathocles ) নামক রাজদ্বয় সৰ্ব্বপ্রথমে ভারতীয় তোলের প্রথানুসারে মুদ্রাঙ্কন করাষ্টয়াছিলেন । পূৰ্ব্বে কথিত হইয়াছে যে অঙ্কচিহ্ন যুক্ত মুদ্র দ্বিবিধ, চতুষ্কোণ ও গোলাকার । মুদ্রাতত্ত্ববিদগণ অনুমান করেন যে, অন্তান্ত বিদেশীয় জাতির সংস্পর্শে আসিয়া ভারতবাসিগণ গোলাকার পুরাণ নিৰ্ম্মাণে প্রবুন্তু হইয়াছিলেন । পাশ্চাত্য জগতের সৰ্ব্বাপেক্ষ প্রাচীন মুদ্রা গোলাকার, এইজন্ত অনুমান হয় যে, বাবিরুষীয়, ফিনিসিয় প্রভৃতি প্রাচীন সভ্যজাতির সংস্পর্শে আসিয়া ভারতবাসিগণ বাণিজ্যের সুবিধার জন্ত গোলাকার পুরাণ নিৰ্ম্মাণ করিয়াছিলেন । এই সময় পৰ্য্যন্ত প্রাচীন ভারতের মুদ্রার আকার পরিবর্ধিত হইলেও সম্ভবতঃ অন্য কোন পরিবর্তন হয় নাই । মুদ্রার রাজার নাম কি অপর কোন লিপি থাকি ত না । গ্রীকজাতির সংস্পর্শে আসিয়া ভারতবাসিগণ মুদ্রার অন্ত পরিবর্তন আরম্ভ করিয়াছিলেন । এই সময়ে সৰ্ব্বপ্রথমে ভারতীয় মুদ্রায়, ভারতীয় ভাষায় রাজার উপাধি ও নামাঙ্কন-প্রণালী প্রচলিত হইয়াছিল। ভারতের গ্রীকরাজগণ যেমন এতদেশীয় ধাতুতেলের রীতি অবলম্বন করিয়া মুদ্রাঙ্কন আরম্ভ করিয়াছিলেন, প্রাচীন ভারতীয় রাজগণ বা জাতিগণ সেইরূপ গোলাকার মুদ্রায় নিজ নিজ নামাঙ্কন আরম্ভ করিয়াছিলেন । পরবর্তী অধ্যায়দ্বয়ে খৃষ্টপূৰ্ব্ব শেষ দুই শতাব্দী ও খৃষ্টাব্দের প্রথম দুই শতাব্দীতে প্রাচীন ভারতে প্রচলিত দেশীয় ও বিদেশীয় মুদ্রাঙ্কন-রীতির অনুকরণে মুদ্রিত দেশীয় ও বিদেশীয় রাজগণের মুদ্রার বিবরণ প্রদত্ত হইল।
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।