তৃতীয় পরিচ্ছেদ। عمله پسجيله مجسمو سيمه বিদেশীয় মুদ্রার অনুকরণ । (ক) গ্রীকরাজগণের মুদ্রা । ভারতীয় মুদ্র-তত্ত্বের সহিত প্রাচীন ভারতের লুপ্ত ইতিহাস উদ্ধারের প্রথমাবস্থায় একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল । পুষ্ট্রীয় ১৮শ শতাব্দীর প্রথমাদ্ধে যখন সৰ্ব্ব প্রথমে ভারতবর্ষে ভারতীয় গ্রীকরাজগণের মুদ্র আবিষ্কৃত হয়, তখন পাশ্চাত্য পণ্ডিত সমাজে দেশব্যাপী আন্দোলন উপস্থিত হইয়াছিল । এই সকল মুদায় গ্ৰীক ভাষায় লিখিত রাজার নামের পাশ্বে ভারতীয় প্রাকৃত ভাষায় পরোক্ট ও ব্রাহ্মী অক্ষরে রাজার নাম লিখিত আছে । ১৮২৪ খৃষ্টাব্দে রাজস্থান প্রণেতা কর্ণেল টভূ রয়েল এসিয়াটিক সোসাইটির কার্যা বিবরণীতে আপলদত ও মেনন্দ্রের মুদ্রার চিত্র প্রকাশ করিয়াছিলেন। এই সময় হতে পাশ্চাত্য জগতের সমস্ত দেশে ভারতীয় গ্রীকরাজগণ সম্বন্ধে অনুসন্ধান আরব্ধ হইয়াছিল । ফরাসী দেশে রোচেত ( Raoul Rochette ), ETFTS FIFA ( Lassen ), FFTs উইলসন্তু ( H. H. Wilson ) S ETTETTÁ f2lcsi* ( James Prinsep), গ্রীকরাজগণের মুদ্রাতত্ত্ব সম্বন্ধে অনুসন্ধানে ব্যাপৃত ছিলেন । এই অনুসন্ধানের ফলে ভারতবর্ষে প্রিন্সেপ এবং জন্মানীতে লাসেন একই সময়ে প্রাচীন ভারতীয় ব্রাহ্মী ও খরোষ্ট বর্ণমালার পাঠোদ্ধার সাধন করিয়া
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।