8 প্রাচীন মুদ্রা । তালবৃক্ষের দুইটি শাখা অঙ্কিত আছে ১ । এই তিন প্রকারের মুদ্র চতুষ্কোণ এবং ইহাতে গ্রীক ও খরোষ্ঠী উভয় বর্ণমালাই ব্যবহৃত হইয়াছে। কানিংহাম কর্তৃক আবিষ্কৃত পঞ্চম প্রকারের মুদ্রায় একদিকে রাজার মুখ ও অপরদিকে আপোলোর মৃত্তি অঙ্কিত আছে । পস্তলেব, অগখুক্লেয় এবং আন্তিমখ নামক রাজত্ৰয়ের মুদ্রা মুদ্রাতত্ত্ববিদগণের মতানুসারে এবুক্রতিদের মুদ্রা অপেক্ষ প্রাচীন ও । পন্তলেব ও অগপুক্লেয় তক্ষশিলার প্রাচীন কার্যাপণের অনুকরণে গুরুভার চতুষ্কোণ তাম্র মুদ্র মুদ্রাঙ্কন করাইয়াছিলেন ইহাদিগের এই জাতীয় মুদ্রায় গ্রীক ও ব্রাহ্মী অক্ষরে রাজার নাম ও উপাধি খোদিত আছে পস্তলেবের নিকেল ও তাম নিৰ্ম্মিত মুদ্র আবিস্তুত হইয়াছে। নিকেল নিৰ্ম্মিত মুদ্রায় এক দিকে দিয়নিসিয়সের (Dionysos) মুখ ও অপর দিকে একটি ব্যান্ত্রের মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় পন্তলেবের তাম্ন মুদ্র দ্বিবিধ। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে মুকুট-পরিহিত বাজার মুখ ও অপর দিকে সিংহাসনে উপৰিষ্ট জুপিটারের মুষ্টি আছে । নিকেল ও প্রথম প্রকারের তাম্র মুদ্রায় কেবল গ্রীকৃ ভাষার ব্যবহার দেখিতে পাওয়া যায়। দ্বিতীয় প্রকারের তাম্র মুদ্র চতুষ্কোণ, ইহাতে একদিকে নৃত্যপরায়ণ রমণী মূৰ্ত্তি ও অপর দিকে সিংহ বা ব্যান্ত্রের মুৰ্বি আছে। (>} P. M. C., Vol. I, p. 26, No. 132. # (R) ibid, p. 27, No. vii, (*) isapson's Indian Coins, p. 6. (*) I. M. C., Vol, J. p. 3–4 ; Cunningham, Archaeological Survey Reports, Vol. XIV, p. 18, pl. X. (4) Rapson’s Indian Coins, p. 6. (*) P. M. C., Vol. i. p. 16. {4} ibid,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।