তৃতীয় পরিচ্ছেদ । 80 এই জাতীয় মুদ্রায় গ্রীক ও ব্রাহ্মী উভয় বর্ণমালাতেই রাজার নাম ও উপাধি লিখিত আছে ১ । অগখুক্লেয়ের রোপা, নিকেল ও তাম্র নিৰ্ম্মিত মুদ্র আবিষ্কৃত হইয়াছে। রৌপ্য মুদ্র চতুৰ্ব্বিধ, চারি প্রকারেই কেবল গ্রীক ভাষার ব্যবহার দেখিতে পাওয়া যায়। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে আলেকজাণ্ডারের মূৰ্ত্তি ও নাম এবং অপর দিকে সিংহাসনে উপবিষ্ট জুপিটারের মূৰ্ত্তি ও অগধু ক্লেয়ের নাম আছে ২ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে দিয়দাতের মুখ ও নাম, এবং অপর দিকে বজুনিক্ষেপোল্পত জুপিটারের মূৰ্ত্তি এবং অগযুক্লেয়ের নাম আছে ৩ । তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে ইউথিদিমের মুখ ও নাম এবং অপর দিকে প্রস্তর খণ্ডে উপবিষ্ট্র নগ্ন হারকিউলিসের মূৰ্ত্তি ও অগপুক্লেয়ের নাম আছে চতুর্থ প্রকারের মুদ্রায় একদিকে রাজার মুখ এবং অপর দিকে জুপিটার ও মস্তকত্ৰয়-যুক্ত হেকেটের (Hecate) মূৰ্ত্তি আছে অগযুক্লেয়ের এক প্রকারের নিকেল মুদ্রা মাত্র আবিষ্কৃত হইয়াছে । ইহা সৰ্ব্বাংশে পন্তলেবের নিকেলের মুদ্রার অনুরূপ অগযুক্লেয়ের চারি প্রকারের তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্র গোলাকার এবং ইহার একদিকে দিয়নিসিয়সের (Dionysos ) মুখ ও অপর দিকে ব্যান্ত্রের মূৰ্ত্তি আছে ৭ । এই জাতীয় মুদ্রায় কেবল গ্ৰীক ভাষা ব্যবহৃত হইয়াছে। (») P. M. C. Vol. I, Nos, 37-4o. (*) B. M. C., p. Io, No. 1 ; P. M. C., Vol. I, p. 16, No. 41. 48) B. M. C. p. Ho, No. 2. (8) Ibid, No. 3. - . (o) Ibid, Nos, 4-5 , P. M. C., Vol. 1, p. 17, No, 42, (o) Ibid, Nos. 43-44. 4. (*) B. M. C. p. 11, No. 8.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।