88 প্রাচীন মুদ্র । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে নৃত্যপরায়ণা রমণী মূৰ্ত্তি ও অপর দিকে ব্যাস্ত্রের মূৰ্ত্তি আছে এবং ইহাতে গ্রীক ও ব্রাহ্মী উভয় বর্ণমালাতেই রাজার নাম ও উপাধি লিখিত আছে ১ । তৃতীয় প্রকারের মুদ্রায় এক দিকে সুমেরু পৰ্ব্বত ও অপর দিকে একটি বৌদ্ধ (?) চিহ্ন আছে ২ । এই জাতীয় মুদ্রায় কেবল একদিকে থরোষ্ঠী অক্ষরে ‘হিতজসমে লিখিত আছে । জগদ্বিখ্যাত প্রত্ন-তত্ত্ববিদ ডাঃ বুলারের মতানুসারে ইঙ্গর অর্থ ‘হিতবশের আধার ; গ্ৰীক ভাষায় ইঙ্গাই ‘Agath(cies’ শব্দের অর্থ ও । চতুর্থ প্রকারের মুদ্রায় একদিকে হুমেরু পৰ্ব্বত এবং ধরোষ্ট অক্ষরে 'অকণুক্রে ও অপরদিকে বোধিবৃক্ষ : আছে। শেষোক্ত তিন প্রকারের মুদ্রাই চতুষ্কোণ ৪ । আন্তিমথের তিন প্রকারের রজত মুদ্র ও এক প্রকারের তাম মুদ্র আবিষ্কৃত হইয়াছে। আস্তিমখ নামধারী গুইজন রাজার মুদ্রা আবিষ্কৃত হষ্টয়াছে বলিয়া মুদ্র-তত্ত্ববিদগণ ইহাকে প্রথম আন্তিমখ নামে অভিহিত করিয়াছেন। ইহার মুদ্রাসমুছে কেবল গ্রীক ভাষার ব্যবহার দেখিতে পাওয়া যায় ! প্রথম প্রকারের রঞ্জত মুদ্রার একদিকে দিয়দাতের মুখ ও নাম এবং অপর দিকে বজুক্ষেপণোদ্যত জুপিটারের মূৰ্ত্তি ও আন্তিমখের নাম আছে দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে ইউথেদিমের মুখ ও নাম এবং অপর দিকে আন্তিমখের (3) Ibid, p. 1 1, Nos. 9-14 , io, M. C, Vcl. 1, p. 17. Nos. 45-50 ; J. M. C., Vol. I, p. 1o, Nos, 1-3. {R} P. M. C., Vol. I, p. 18, No. 51. (•) Vienna Oriental journal, Vol. VIII, 1894, p. 2o6. (8) P. M. C., Vol. 1, p. 18, Nos. 5a --53 ; 13. M. C., p. 12 No. 15. - . (4) Ibid, p. 19.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।