তৃতীয় পরিচ্ছেদ । 86t নাম আছে ১ । তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে রাজার মুখ ও অপর দিকে গ্রীস দেশের বরুণ দেবতার ( Poseidon ) মূৰ্ত্তি আছে ২ । আস্তিমথের তাম্র মুদ্র গোলাকার এবং ইহার একদিকে হস্তী ও অপর দিকে বিজয়াদেবীর মূৰ্ত্তি আছে ৩ । প্রত্ন তত্ত্ববিদৃগণের মতানুসারে হেলিয়ক্রেয় বাস্থলীকের শেষ গ্রীক্ রাজা এবং ইহার সময়েই বালীকে গ্রীকৃরাজা লোপ হইয়াছিল ৪ । এই সময় পর্যান্ত গ্ৰীকৃরাজগণের সমস্ত রজত মুদ্র গ্রীস্দেশীয় তেলের রীতি (Attic Standard) অনুসারে নিৰ্ম্মিত ৪ । কিন্তু হেলিয়ক্রেয় স্বয়ং এবং তাহার পরবর্তী রাজগণ গ্রীস দেশীয় রীতির পরিবর্তে পারস্য দেশের তোলের রীতি অবলম্বন করিয়া মুদ্রাঙ্কন করাইয়াছিলেন । মুদ্রা-তত্ত্ববিদগণ মনে করেন যে, হেলিয়ক্রেয় এবুক্রেতিদের পুত্র এবং তিনি পিতার মৃত্যুর পরে বাহুলীকের সিংহাসন লাভ করিয়াছিলেন ৬ । হেলিয়ক্রেয় যে বাহুলীক পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন, মুদ্র-তত্ত্ববিদ্গণ তাহার প্রমাণ তাহার মুদ্রাতেই দেখিতে পান । হেলিয়ক্রেয়ের কতকগুলি মুদ্রা গ্রীসদেশীয় তোলের রীতি অবলম্বনে মুদ্রিত এবং কতকগুলি পারস্য দেশের তোলের রীতি অনুসারে মুদ্রিত গ্ৰীসদেশীয় তেলের রীতি অবলম্বনে হেলিয়ক্রেয় যে সমস্ত মুদ্র মুদ্রিত করাইয়াছিলেন, তাহাতে কেবল গ্রীক ভাষারই ব্যবহার দেখিতে পাওয়া যায় এবং তাহার একদিকে {:) !;. M. Ç., pi. XXX, 6. (*) P. M, C., Vol. I, pp. 18-19, Nos. 54-58 ; 13. M. C., p. 12. N os, v-6. (*) Ibid, p. 19, No. 59. (*) I. M. C., Vol. I, p. 4; Indian Coins, p. 6. {8} B. M. C., pp, lxvii--viii. § (*) B. M. C. p. xxix ; Numismatic Chronicle, 1869, p. 24o. (*) Rapson's Indian Coins p. 6. -
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৬৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।