[ ۰ لی ] বৈজ্ঞানিক আলোচনা দুঃসাধ্য। তথাপি লুপ্ত-ইতিহাস পুনরুদ্ধারের । আবশ্বকীয় উপাদান বলিয়া ইহার মূল্য অসামান্ত। রেপসনের গ্রন্থ ব্যতীত পৃথিবীর কোন ভাষায় ভারতীয় মুদ্রাতত্ত্বের যথোপযুক্ত বিবরণ লিপিবদ্ধ হয় নাই বলিয়া এই গ্রন্থ যথাসাধ্য বৈজ্ঞানিক রীতিসন্মত এবং বৰ্ত্তমান কাল পর্য্যন্ত ভারতীয় মুদ্রাতত্ত্বের আলোচনা সংবলিত করিবার চেষ্টা করিয়াছি । স্বৰ্গীয় অধ্যাপক বুলারের ভারতীয় প্রত্নলিপিতত্ত্বের অনুকরণে ইহা রচিত হইয়াছে। ভারতীয় মুদ্রাতত্ত্বের প্রমাণ দুৰ্ব্বল এবং ইহার বিস্তৃতি অতি সামান্ত, তথাপি কেবল মুদ্রাতত্ত্বের আলোচনায় লুপ্ত-ইতিহাসের উদ্ধার সাধন কতদুব সম্পন্ন হইতে পারে, তাহা পণ্ডিতসমাজ ও সাধারণের গোচর করিবার জন্য ইঙ্গ রচিত হইয়াছে। প্রত্নলিপিতত্ত্ব ও উদ্ধৃত ইতিহাস মুদ্রাতত্ত্বের যে সকল অংশ মুদৃঢ় সত্য ভিত্তির উপরে স্থাপন করিয়াছে, সেই সকল অংশেই শিলালিপি, তাম্রশাসন অথবা লিপিবদ্ধ ইতিহাস উল্লিখিত ঠষ্টয়াছে। ইহাতে ভারতীয় ইতিহাসের প্রত্যেক যুগের (period ) ভিন্ন ভিন্ন রাজবংশের মুদ্রার বিস্তৃত বিবরণ লিপিবদ্ধ হইল । ভারতবর্ষের ভিন্ন ভিন্ন যুগের ও স্বতন্ত্র রাজবংশ সমূহের মুদ্রার বহু স্বতন্ত্র তালিকা পূৰ্ব্বে প্রকাশিত হইয়াছে ; কিন্তু কোন একখানি গ্রন্থে সমগ্র ভারতীয় মুদ্রাতত্ত্বের বিস্তৃত বিবরণ একত্র কোন ভাষায় প্রকাশিত হইয়াছে বলিয়া বোধ হয় না। ভরসা করি, পণ্ডিতসমাজ এই নূতন উস্তমের প্রতি কৃপাদৃষ্টিপাত করিবেন। অধ্যাপক রেপসনের “ভারতীয় মুদ্রা” ( Indian Coins ), *fa**trwa “stazzz zitỀa gi” (Coins of Ancient India), “stą Šią strātastig gi” (Coins of the Indo-Greek Princes), “totato Hai" (Coins of the Sakas), “strols Σάτττβ qai” (Coins of Mediaeval India), α•μττέτα *®,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।