○ 8 প্রাচীন মুদ্রা। মুক্তি আছে ১ । ষষ্ঠ প্রকারের মুদ্রায় একদিকে একটি হস্তীর মস্তক ও অপর দিকে একটি গদা আছে ২ । সপ্তম প্রকারের মুদ্রায় একদিকে যোদ্ধৃবেশে সজ্জিত রাজার মূৰ্ত্তি ও অপর দিকে একটি ব্যান্ত্রের মূৰ্ত্তি আছে ৩ । এতদ্ব্যতীত মেনন্দ্রের কতকগুলি দুপ্রাপ্য তাম্র মুদ্রা আছে । মুদ্র-তত্ত্ববিদ হোয়াইট্রহেড তাহার তালিকা প্রদান করিয়াছেন। ইহার মধ্যে ছয় প্রকারের মুদ্রা ভিন্ন জাতীয় মুদ্রা বলিয়া গৃহীত হইতে পারে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে চক্র ও অপরদিকে তাল বৃক্ষের শাখা আছে ৪ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে মুকুট-পরিহিত রাজার মস্তক ও অপর দিকে হারকিউলিসের সিংহচৰ্ম্ম আছে তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে হস্তী ও অপর দিকে অস্কুশ আছে ও । চতুর্থ প্রকারের মুদ্রায় একদিকে বরাহের মস্তক ও অপর দিকে তাল বৃক্ষের শাখা আছে ৭ । পঞ্চম প্রকারের মুদ্রায় একদিকে বাহীক দেশীয় উষ্ট্রের মূৰ্ত্তি ও অপর দিকে বৃষের মস্তক আছে ৮ । ষষ্ঠ প্রকারের মুদ্রায় একদিকে রাজার মস্তক ও অপর দিকে শশকের মুক্তি আছে ঐ ! মেনন্দ্রের পরবর্তী গ্রীকৃ রাজগণের মধ্যে কোইল, দ্বিতীয় আন্তিমখ, (3) P. M. C., Vol. I, p. 61 No. 596, (x ) 1. M. C., Vol. I, p. 27, Nos, 85-93; T. M, C. Vol. I, p. 62, Nos. 507 - 14. (9) ibid, No. 515. (8) B. M. C., pl. XII. 7. (*) P. M. C., Vol. 1, p. 63, No. X. (8) B. M. C., pi. XXXI. i 1. (a) Ibid, XXXI. ■ 2. (w) Ibid, XXXl. io ; 1. M. C., Vol, I, p. 27, No. 96. (a) B. M. C., XXXI, g.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৭৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।