●や。 প্রাচীন মুদ্রা। মুদ্রায় একদিকে রাজদণ্ড হস্তে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে পালাসের মূৰ্ত্তি আছে ১ । তাম্র মুদ্রায় একদিকে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে পালাসের মূৰ্ত্তি আছে ; ইহা চতুষ্কোণ ২ । হেরময় সম্ভবতঃ ভারতের শেষ গ্রীক রাজা, কারণ তাহার কতকগুলি তাম্র মুদ্রায় একদিকে গ্ৰীক ভাষায় হেরময়ের নাম ও অপর দিকে খরোষ্ঠী অক্ষরে প্রাকৃত ভাষায় কুষণবংশীয় রাজা কুযুলকদফিসের নাম আছে। ইহা হইতে প্রমাণ হইতেছে যে, শকজাতি কর্তৃক আফগানিস্তান ও পঞ্জাব অধিকৃত হইবার পরেও গ্রীক্ রাজগণের সেই সকল দেশে অধিকার ছিল। কারণ, কুষণবংশীয় শকজাতির আক্রমণের পূৰ্ব্বে বহুকাল যাবৎ অন্তান্ত শকজাতীয় রাজগণ উত্তরাপথ অধিকার করিয়াছিলেন । হেরময়ের তিন প্রকার রজত মুদ্রা আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে রাজা ও তাহার পত্নী কালিয়পয়ের ( Kalliope ) মূৰ্ত্তি আছে ও অপর দিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি আছে ৩ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে শিরস্থাণপরিহিত রাজার মস্তক ও অপর দিকে সিংহাসনে উপবিষ্ট জুপিটারের মূৰ্ত্তি আছে ৪ । তৃতীয় প্রকারের মুদ্রায় প্রথম দিকে শিরস্ত্রাণ-পরিহিত রাজার মস্তকের পরিবর্তে মুকুট-পরিহিত রাজার মস্তক আছে • । হেরময়ের চারি প্রকারের তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে মুকুট-পরিহিত রাজার মস্তক ও অপর দিকে সিংহাসনো (3) P. M. C., Vol. I, p. 78, No. 637. {R} Ibid, p. 79, Nos. 638-39 : I. M. C., Vol. I, p. 31, |Nos. 2-3. - ís) Ibid, p. 31, Nos. 1–2 ; P. M. C., Vol. I, p. 86, Nøs. 693–98. (8) J. M. C., Vol. 1, p. 32, Nos. 2-9. ‘. ... ." ( Յ, ផ្លូវ៉េ, No. 1 ; P. M. C., Vol. I, pp, 82-83, Nos. 648-6:. % - “ “རྫོང་། །
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।