চতুর্থ পরিচ্ছেদ। বিদেশীয় মুদ্রার অনুকরণ। (খ ) শক রাজগণের মুদ্রা। খৃষ্টের জন্মের পূৰ্ব্বে শতাব্দীদ্বয়-পরিমিত সময়ে উত্তরাপথ কেবল গ্রীক্ জাতি কর্তৃক আক্রান্ত হয় নাই, বহুবার বহু ভিন্ন ভিন্ন বৰ্ব্বর জাতি আর্য্যাবর্তে প্রাধান্ত স্থাপন করিয়াছিল। প্রাচীন মুদ্রা হইতে এই সকল জাতীয় রাজগণের অস্তিত্ব বিজ্ঞাপিত হইয়াছে । উত্তরাপথে বৰ্ব্বর রাজগণের সহস্ৰ সহস্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে এবং এই সকল মুদ্র হইতে মুদ্রা-তত্ত্ববিদগণ অস্তুতঃ তিনটি ভিন্ন ভিন্ন বৰ্ব্বর রাজবংশের অস্তিত্ব আবিষ্কার করিয়াছেন। এই সকল বৰ্ব্বর জাতি তুষার, গর্দভিন্ন প্রভৃতি ভিন্ন ভিন্ন নাম সত্ত্বেও উত্তরাপথে শক নামে পরিচিত হইয়াছিল। মোগল সাম্রাজ্যের শেষদশায় পাঠান ব্যতীত এসিয়াখণ্ডের অন্তান্ত দেশবাসী মুসলমানগণ যেমন মোগল নামে অভিহিত হইতেন, মুসলমানবিজয়ের পূৰ্ব্বে ভারতবাসিগণ সমস্ত বিদেশীয় জাতিকে শক নামে অভিহিত করিতেন। ভবিষ্ণুপুরাণ প্রভৃতি অপেক্ষাকৃত আধুনিক পুরাণসমূহে দেখিতে পাওয়া যায় যে, জম্বুদ্বীপ অর্থাৎ ভারতবর্ষের পরেই শকদ্বীপ ১ । (2) Indian Antiquary, 1938, p. 42 ; sfas "gt", saa **st* :
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৮০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।