&8 প্রাচীন মুদ্র । মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায়। দ্বিতীয় প্রকারের মুদ্র তাম-নিৰ্ম্মিত ও চতুষ্কোণ। ইহাতে একদিকে হারকিউলিস ও অপর দিকে পালাসের মূৰ্ত্তি আছে ভনোন ও স্পলগদমের নামযুক্ত দুই প্রকার মুদ্রা জাবিষ্কৃত হইয়াছে। এইগুলি সৰ্ব্ব প্রকারে ভনোন ও ম্পলহোরের নামযুক্ত রজত ও তাম্র মুদ্রার অনুরূপ । কতকগুলি তাম্র মুদ্রায় একদিকে গ্রীক অক্ষরে স্পলতোরের নাম ও অপর দিকে খরোক্ট অক্ষরে তৎপুল্ল স্পলগদমের নাম দেখিতে পাওয়া যায় ৬ । এই জাতীয় মুদ্র দ্বিবিধ, গোলাকার ও চতুক্ষ্মেণ । এই জাতীয় কতকগুলি মুদ্রায় স্পালিরিয নামক জনৈক রাজার নাম দেখিতে পাওয়া ষায় । কতকগুলি মুদ্রায় একদিকে গ্ৰীক অক্ষরে স্পালিরিষের নাম ও উপাধি এবং অপরদিকে “মহরজ ভ্ৰত প্রমিয়স স্পলিরিশস" লিখিত আছে ৯ ; ইষ্ঠী সৰ্ব্বপ্রকারে ভনোন ও স্পলহোরের নামযুক্ত রজত মুদ্রার অনুরূপ । কতকগুলি মুদ্রায় গ্রীক ও খরোষ্ঠী উভয় বর্ণমালাতেই স্পালিরিবের নাম ও উপাধি লিখিত আছে, কিন্তু ইহাতে স্পলিরিষের সম্পর্ক-জ্ঞাপক কোন কথা নাই। এই জাতীয় মুদ্রা তাম-নিৰ্ম্মিত এবং চতুষ্কোণ । ইহার একদিকে পরশু চন্তে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে সিংহাসনোপরি জুপিটারের মূৰ্ত্তি আছে। কতকগুলি রজত ও তাম্র মুদ্রায় একদিকে (2) Ibid, pp. 141-42, Nos, 37 –81, 1. M. C., Vol. 1, p. 41 Nos. 4-8. {*} Ibid, p. 42, Nos. 1–3 : P. M. C., Vol. I, p. 142, Nos. 382–85. (o) íbid, p. 143, Nos. 386-93; B. M. C., Vol. 1, p. 41. ?Nos. 1-3 (4) P. M. C., Vol. I, p. 143. No. 394. (e) Ibid, p. 144, Nos. 397-98.. : 1. M, C., Voi, l, p. 42, Nos. , 1--3. -
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।