চতুর্থ পরিচ্ছেদ । \ు(t স্পালিরিয ও অপর দিকে অয়ের নাম দেখিতে পাওয়া যায় ১ । এই জাতীয় রজত মুদ্রাগুলি সৰ্ব্বপ্রকারে ভনোন ও স্পলহোরের নামযুক্ত রৌপ্য মুদ্রার অনুরূপ। তাম্র মুদ্রা গুলি গোলাকার। ইহাতে একদিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি এবং গ্রীক অক্ষরে স্পালিরিষের নাম ও উপাধি এবং অপর দিকে থরোঠী অক্ষরে অয়ের নাম ও উপাধি দেখিতে পাওয়া যায় ২ । এই জাতীয় দ্বিবিধ মুদ্রায় খরোষ্টী অক্ষরে ‘মহরজস’, ‘মহতকস’, “অয়স’ লিখিত থাকে এক জাতীয় মুদ্রায় একদিকে মোআ ও অপর দিকে অয়ের নাম আছে ৩ । ইহা হইতে মুদ্রা-তত্ত্ববিদ চোয়াইট্রহেড অনুমান করেন যে, ভনোলের সহিত আয়ের কোনই সম্পর্ক ছিল না । কিন্তু অয়ের সহিত একই মুদ্রায় স্পালিরিষের নাম দেখিতে পাওয়া যায়— ইহা পূৰ্ব্বেই উল্লিখিত ইয়াছে। স্পালিরিষের মুদ্রা দেখিয়া স্পষ্ট বুঝিতে পারা যায় যে, তাহার সহিত ভনোনের নিকট সম্পর্ক ছিল। এই অবস্থায় ভনোনের সহিত অল্পের সম্পর্ক অথবা পরবৰ্ত্তিত অস্বীকার করিতে পারা যায় না । অয়ের কোন খোদিত-লিপি কিম্বা পাশ্চাত্য ও প্রাচ্য কোন ঐতিহাসিক গ্রন্থে তাহার নামোল্লেখ পাওয়া যায় নাই। অয়ের বহুবিধ মুদ্রা আবিষ্কৃত হইয়াছে। ত্রযুক্ত ভিক্সেণ্ট স্মিথ, অয় নামধারী দুইজন রাজার অস্তিত্ব স্বীকার করেন , কিন্তু ঐযুক্ত হোয়াইটহেড এই নামে একাধিক রাজার অস্তিত্ব স্বীকার করিতে প্রস্তুত নহেন s । সার জন মার্শেল কর্তৃক তক্ষশিলার ধ্বংসাবশেষ মধ্যে আবিষ্কৃত একখানি রজত পত্রে S S S S S SA SAS A SAS SSAS SSAS SSAS (>} P. M. C., Vol. I, p. 144. (*) Ibid, No. 396. .93 ,bid, p{ (هt (*) I. M. C., Vol. I, pp. 43, 52, (*) P. M. C., Vol. I, p. 93. 藏
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।