চতুর্থ পরিচ্ছেদ । ৭১ হস্তে অশ্বপৃষ্ঠে রাজমূৰ্ত্তি ও অপর দিকে বিজয়াদেবীকে হন্তে ধারণ করিয়া দণ্ডায়মান জুপিটারের মূৰ্ত্তি আছে তাম্র মুদ্রায় একদিকে হাৰ্বকিউলিসের মূৰ্ত্তি ও অপর দিকে একটি অশ্বের মূৰ্ত্তি আছে ২ । অদ্যাবধি অরিলিষের দশ প্রকার রজত মুদ্র আবিষ্কৃত হইয়াছে, সমস্ত মুদ্রাই গোলাকার। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজমূৰ্ত্তি ও অপর দিকে দণ্ডায়মান জুপিটারের মূৰ্ত্তি আছে ৩ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে বিজয়াদেবীকে হস্তে ধারণ করিয়া দণ্ডায়মান জুপিটারের মূৰ্ত্তি ও অপর দিকে শূল ও তালবৃক্ষের শাখা হস্তে অশ্বারোহিদ্বয় (Doskouroi) ও তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে বজয়াদেবীকে হস্তে লষ্টয়া সিংহাসনোপবিষ্ট জুপিটারের মূৰ্ত্তি ও অপর দিকে পূৰ্ব্ববং অশ্বারোহিদ্বয়ের মূৰ্ত্তি আছে চতুর্থ প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে শূলহস্তে সৈনিকদ্বয়ের মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় ও । পঞ্চম প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে পালাসের মূৰ্ত্তি আছে ষষ্ঠ প্রকারের মুদ্রায় পালাসের মূৰ্ত্তির পরিবর্তে লক্ষ্মীদেবীর মূৰ্ত্তি দেখিতে পাওয়া যায় ৮ । সপ্তম প্রকারের মুদ্রায় লক্ষ্মীদেবীর মুক্তির পরিবর্তে অজ্ঞাতনামা দেবতা ও দেবীর মূৰ্ত্তি দেখিতে (*) i}. M. C., p. 92, No. 1, pl. XX, 3. (*) Journal of the Asiatic Society of Bengal, Numismatic Supplement, XIV. N. S., Vol.V.I. p. 562. (s) P. M, C., Vol. 1, p. 133, Nos, 32o-22. (8) lbid, Nos. 323-24. o (a) 1bid, p. 134, Nos. 325-26. - (*) Ibid, Nos, 327-28. (*) Ibid. p. 135, No. 331 ; 1. M. C., Vol. I, p. 49, Nos. 1-2... .. (*) P. M. C., Vol. I, p. 135, Nos. 332-33.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।