চতুর্থ পরিচ্ছেদ । ৭৩ দণ্ডায়মান গ্রীকৃদেবতা cSFfFATSTAF ( Hephaistos ) sfá s অপর দিকে একটি সিংহের মূৰ্ত্তি আছে ১ । অঙ্কিলিষের দুষ্প্রাপ্য পাচ প্রকারের মুদ্রার তালিকা শ্ৰীযুক্ত হোয়াইট্রহেড কর্তৃক সঙ্কলিত হইয়াছে ২ { মোক্স, ভনোন, আয়, অক্সিলিম প্রভৃতি শকরাজগণের মুদ্রার পরে মুদ্র-তত্ত্ববিদগণ মুদ্রার আকারের উপরে নির্ভর করিয়া গুদুফর প্রমুখ পারদ বংশীয় রাজগণের মুদ্রার কালনির্দেশ করিয়া থাকেন ও । অয়ের এক প্রকার তাম মুদ্রাঙ্গ অয়ের সহিত স্ত্রতেগ (সেনাপতি, Strategos) ইন্দ্রবন্মার পুত্ৰ অম্পবম্মার নাম দেখিতে পাওয়া যায়। গুদুফরের কতকগুলি মিশ্ৰধাতু-নিৰ্ম্মিত মুদ্রায় একদিকে গুদুফরের নাম ও অপর দিকে ইন্দ্রব্যয়ার পুত্ৰ অম্পবৰ্ম্মার নাম আছে ৪ । মুদ্র-তত্ত্ববিদ্ হোয়াইট্রহেড মুদ্রার আকার দেখিয়া এইগুলি গুদুফরের মুদ্র বলিয়া স্থির করিয়াছেন ঃ । কারণ ইহার প্রথম দিকে যে গ্ৰীক অক্ষরগুলি আছে, তাহা এত অশুদ্ধ যে তাহার পাঠোদ্ধার অসম্ভব । শ্ৰীযুক্ত হোয়াইটুছেডের এই অনুমান সত্য হইলে অয় বা অয়িলিষের অব্যবহিত পরে গুদুফরের কাল নির্দেশ করিতে হয়। পূৰ্ব্বে ‘শকাধিকার কাল ও কণিষ্ক’ নামক প্রবন্ধে দেখাইয়াছি যে, গুদুফরের ‘তথত-ই-বাহাই’ শিলালিপির অক্ষর কণিষ্ক ও ছবিস্কের রাজাকালের থরোষ্ঠী অক্ষর অপেক্ষ (») ibid. Nos. 369-71, (*) Ibid, p. 141, (*) Indian Coins, p. 15. (*) P. M. C., Vol. I, p. 150. (4) Ibid, Foot Note, 1.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।