48 প্রাচীন মুদ্রা । প্রাচীন নহে ১ । কিন্তু খৃষ্টীয় ধৰ্ম্মশাস্ত্রের উপরে বিশ্বাস করিয়া প্রতীচ্য পণ্ডিতগণ এই মত গ্রহণ করিতে পারেন নাই ২। খৃষ্ট্রের শিষ্ণু টমাস্ গুচুফরের রাজাকালে ভারতবর্ষে আসিয়াছিলেন—এই প্রবাদের উপরে নির্ভর করিয়া তাহার খৃষ্টীয় প্রথম শতাব্দীর প্রথমাদ্ধে গুছফরের কাল নির্দেশ করিতে চাহেল ও ; কিন্তু প্রত্ন-লিপি-তত্ত্বের ফলানুসারে ইহা *ists's Tai AT&T: “Ya R.2 atu" ( Legenda aurea-Golden legend ) wizzo খৃষ্টশিস্য টমাসের ধৰ্ম্ম প্রচার সম্বন্ধীয় গ্রন্থে ৪ এবং ‘তস্কৃত-ই-বাহাই’ নামক স্থানে আবিষ্কৃত কোন অব্দের ১০৩ বর্ষে এবং গুদুফরের ২৬শ রাজ্যাঙ্কে উৎকীর্ণ একখানি শিলালিপিতে “ গুতুফরের নাম পাওয়া গিয়াছে। গুদুফরের কোন রজত মুদ্রা অস্থাপি আবিষ্কৃত হয় নাই। তবে মিশ্র ধাতু ও তামনিৰ্ম্মিত তাঙ্গর বহু মুদ্রা আবিষ্কৃত হইয়াছে । তাহার মিশ্র ধাতু নিৰ্ম্মিত মুদ। সপ্ত প্রকার । প্রথম প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপুষ্ঠে রাজমুক্তি ও অপর দিকে দণ্ডায়মান জুপিটারের মুক্তি আছে ৪ । দ্বিতীয় প্রকারের মুদ্রায় জুপিটারের মূৰ্ত্তির পরিবর্তে পালাসের মুক্তি দেখিতে পাওয়া যায় । । এই দুই প্রকারের মুদ্রায় গ্রীক ও খরোষ্ট উভয় জাতীয় অক্ষরে গুদুফরের নাম ও উপাধি লিখিত আছে। তৃতীয় প্রকারের মুদ্রায় একদিকে Þ) Indian Antiquary, 1908, pp. 47–48 ; সাহিত্য-পরিধৎ-পত্রিকা, ১৪শ ভাগ, অতিরিক্ত সংখ্য, পৃ. ৩৪ ৷ {R} journal of the Royal Asiatic Society, 1907, p. 1039. (*) Bishop Medlycott's India and the Apostle Thomas. pp. 1-17. (8% W. S. Smith's Early History of India, pp. 231–32. (*) journal Asiatique, 8 mc Série, tom. 15, 189o, pt. I, p. i 19, et la planche. (o) P. M. C., Vol. I, p. 146, Nos. 1---7, {*} ibid, p. 150, No. 38; I. M. C., Vol. 1, p. 54, No. 1,
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।