চতুর্থ পরিচ্ছেদ । ጓ® অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও অপর দিকে দণ্ডায়মান জুপিটারের মূৰ্ত্তি আছে ; কিন্তু খরোষ্ঠী অক্ষরে “জয়তস ত্রতরস ইন্দ্রবক্ষ্মপুত্রস স্ত্রতেগস অস্পৰৰ্ম্মস” লিখিত আছে চতুর্থ ও পঞ্চম প্রকারের মুদ্রায় অপর দিকে থরোক্ট অক্ষরে গুদুফরের নাম ও উপাধির পরে “সস* নামক জনৈক রাজার নাম দেখিতে পাওয়া যায়। এই “সস” সেনাপতি অস্পরম্মার ভ্রাতুপুত্র। কারণ তক্ষশিলার ধ্বংসাবশেষ মধ্যে আবিষ্কৃত একটি রঞ্জত মুদায় “মহরজস অস্পভত পুত্রস ত্রতরস সসস" লিখিত আছে ২ । চতুর্থ প্রকারের মুদ্রা সৰ্ব্বপ্রকারে প্রথম প্রকারের মুদ্রার অনুরূপ, কেবল ইহার বেদিকে থরোষ্ঠী লিপি আছে সেইদিকে গুদুফরের মামের পরে সসের নাম আছে ৩ । পঞ্চম প্রকারের মুদ্রায় একদিকে অশ্বগৃষ্ঠে রাজমূৰ্ত্তি ও অপর দিকে বিজয়াদেবীকে হস্তে ধারণ করিয়া দণ্ডায়মান জুপিটারের মূৰ্ত্তি আছে • । ষষ্ঠ প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজমুৰ্ত্তি ও অপর দিকে ত্রিশূল হস্তে মহাদেবের মূৰ্ত্তি আছে * । সপ্তম প্রকারের মুদ্র ষষ্ঠ প্রকারের অনুরূপ, কেবল ইহাতে শিবের দক্ষিণ হস্তের পরিবর্ভে বাম হস্তে ত্রিশূল আছে ৬। সাধারণতঃ গুদুফরের তিন প্রকার তাম্র মুদ্রা দেখিতে পাওয়া যায়। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে রাজার মস্তক ও অপর দিকে পালাসের মূৰ্ত্তি আছে ৭ । í*) P. M. C., Vol. I, i 5o, Nos. 35-37. (8) Journal of the Royal Asiatic Society, 1914, p. 980. (9) P. M. C., Vol. I, pp. 147–48, Nos. 8-19 : I. M. C., Vol. I, pp. 54-55, No. 2–6. (8) Ibid, p. 55, Nos. 7-1 i , P. M. C., Vol. 1, pp. 148-49, Xos, 2o-34. . (*) Ibid, p. 151, Nos. 40-44 ; (9) Ibid, p. 152, Nos, 45-46. (*) Ibid, p. 151, Nos. 39-41.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।