●W。 প্রাচীন মুদ্রা। দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে রাজার মস্তক ও অপর দিকে বিজয়ী দেবীর মূৰ্ত্তি আছে ১, এই দুই প্রকারের মুদ্রা গোলাকার। তৃতীয় প্রকারের মুদ্রা চতুষ্কোণ এবং ইহার একদিকে অশ্বপৃষ্ঠে রাজার মূৰ্ত্তি ও ও অপর দিকে গুদুফরের চিহ্ন বা লাঞ্ছন আছে ২ । এতদ্ব্যতীত গুদুফরের আরও কতকগুলি দুষ্প্রাপ্য তাম্র মুদ্রা আছে, মুদ্র তত্ত্ববিদ হোয়াইট্রহেড সেইগুলির তালিকা সঙ্কলন করিয়াছেন ও । § গুচুফরের পরে অবদগশ ( Abdagases ) নামক জনৈক রাজা রাজত্ব করিয়াছিলেন। ইনি গুড্ফরের ভ্রা পুল, কিন্তু ইনি গুছুক্ষরের কতকাল পরে সিংহাসনে আরোহণ করিয়াছিলেন, তাচ অস্থাপি জানিতে পারা যায় নাই । কোন ঐতিহাসিক গ্রন্থে বা শিলালিপিতে অদ্যাবধি অবদগশের নাম আবিষ্কৃত হয় নাই । ইহার দুই প্রকারের মিশ্র ধাতুর ও এক প্রকারের তাম্র মুদ্র আবিষ্কৃত হইয়াছে। প্রথম প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজমূৰ্ত্তি ও অপর দিকে জুপিটারের মূৰ্ত্তি আছে , । দ্বিতীয় প্রকারের মুদ্রায় একদিকে অশ্বপৃষ্ঠে রাজমূৰ্ত্তি ও অপর দিকে বিজয়াদেবীকে হস্তে ধারণ করিয়া দণ্ডায়মান জুপিটারের মূৰ্ত্তি আছে । । এই দুই প্রকারের মুদ্রায় একদিকে গ্রীকৃ অক্ষরে অবদগশের নাম ও উপাধি BB BBBBB BBD BBB SSBBBB BBBBBB BBBB BBBBB (-) i. M. C., Vol. I, p. 56, Nos. 12-18 ; P. M. C., Vol. í. p. 152, Nos. 47-59. (*) Ibid, p. 153. (e) Ibid. {s} i. M. C., Vol. I, p. 57, No. 2; P. M. C., Vol. 1, pp. 13354, Nos, 61-63. (*) ¡bid., p. 154, Nos, 64-65 : 1. M. C., Vol. 1, p. 57, No. 3.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।