চতুর্থ পরিচ্ছেদ । অবদগশস" লিখিত আছে তাম্র মুদ্রার একদিকে রাজার মস্তক ও অপর দিকে বিজয়াদেবীর মূৰ্ত্তি আছে, কিন্তু খরোষ্ঠী লিপিতে ‘গদফর ভ্রতপুত্রস’ বিশেষণটি দেখিতে পাওয়া যায় না ২ । ইহার পরে sofia (Orthagnes ) qi sq: *, HRHz 8 ( Sanabares), পকুর : ( Pakores ) প্রভৃতি রাজগণের মুদ্রা হইতে র্তাহাদিগের অস্তিত্ব স্বীকার করিতে হয় । অর্থাপ্ন বা গুদ্রণের সহিত সম্ভবতঃ গুপ্তফরের কোন সম্পর্ক ছিল, কারণ ইহার কতকগুলি তাত্র মুদ্রায় গুদুফরস গুদণ বিশেষণ আছে ৬, কিন্তু ইহার অর্থ কি অদ্যাবধি তাহা নির্ণীত হয় নাই । মোআ, অয় প্রভৃতি পারদবংশীয় রাজগণের অধঃপতনের সময়ে তাহাদিগের প্রাদেশিক শাসনকর্তৃগণ স্বনামে মুদ্রাঙ্কন আরম্ভ করিয়াছিলেন ৭ । ইহাদিগের মধ্যে জিহুনিয় ( Zeionises ), আৰ্ত্তের পুত্র খরওস্ত ( Kharahostes ), হগান, হগামায, রাজুবুল বা রাজুল এবং শোডাসের মুদ্র আবিষ্কৃত হইয়াছে। তন্মধ্যে রাজুবুল ও শোডাসের নাম মথুরায় আবিষ্কৃত কতকগুলি শিলালিপি হইতে জানিতে পারা যায় ৮ । এই সকল শিলালিপির অক্ষর দেখিয়া স্পষ্ট বুঝিতে পারা যায় (১) প্রথম প্রকারের মুদ্রায় ‘রজতিরঞ্জস' স্থানে ‘ত্ৰতরুস লিখিত আছে । (*) 1. M. C., Vol. I, pp. 154-55, Nos. 66-71. (*) Ibid, pp. 155–56; I. M. C., Vol. I, pp. 57–58. (6) H. M. C., p. 113. to) 1. M. C., Vol. 1, p. 58, Nos. 1-8 : P. M. C., Vol. I. pp. 156-57, Nos. 76---81. (9) Ibid, p. 155, Note I. (*) Indian Coins, pp. 8–9. (*) Epigraphia lndica, Vol, II, p, 199, No. 2 ; Ibid, vol. IX, p. 246 : Cunningham, Archaeological Survey Reports, Vol. XX, p. 48, pl. V, 4.
পাতা:প্রাচীন মুদ্রা প্রথম ভাগ.djvu/৯৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।