ఫిశి প্রেমিক-গুরু AAAAAA AAAA AAAA AAAA AAAS S AAAA S M TM AAAA AAAA S AAAAAeA eeeAeMB gAAA AAAAS AAAAA AAAAM eM AAAA AAAASAAAA AAAA AAAAMAMAMAMAM MAeS SS “পরব্যসনিনী নারী ব্যগ্রাপি গৃহকৰ্ম্মস্থ। তদেবাস্বাদয়ত্যম্ভন বসঙ্গরসায়নং ॥” পরাধীন রমণী গুহকার্য্যে থাকিলেও চিত্তমধ্যে যেমন নবসহবাস-রসের আস্বাদন করে,-সেইরূপ ভাবে বিষয়-কৰ্ম্মেলিপ্ত থাকিয়া নব-কিশোর শ্রীকৃষ্ণের প্রেমরসের আস্বাদন মনে মনে অনুভব করিও । তৃাই ভক্তিমার্গে ঐরুপ অবিধিপূৰ্ব্বক শাস্ত্রাচার, সমাজনিয়ম প্রভৃতি বিচ্ছিন্নকারী পরকীয়াভাব গৃহীত হইয়াছে । সুতরাং স্বকীয় মহিষীদিগের সম্ভোগেচ্ছাময়ী মধুরভাব হইতে, পরকীয়া গোপীদিগের তদ্ভাবেচ্ছাময়ী মধুর-ভাবের গোপিকানিষ্ঠ ভাব, সোজা কথায় গোপীভাব শ্রেষ্ঠ। রাধিকাদি গোপীগণ গোপীভাবের আদর্শ । গোদাবরীতটে রায় রামাননা শ্ৰীগৌরাঙ্গদেবকে বলিয়াছিলেন ; – ইহার মধ্যে রাধার প্রেম সাধ্য শিরোমণি । অনন্ত শাস্ত্রেতে যার মহিমা বাখানি ॥ — শ্রীচৈতন্যচরিতামৃত । ইহার মধ্যে অর্থাৎ মধুরভাবের মধ্যে রাধার প্রেমই সাধ্যশিরোমণি ; তাই গোপীভাব শ্রেষ্ঠ । তাহারা স্বামী, পুত্র, কুল, মান, কিছুই চাহে ন— চাহেন কেবল শ্ৰীকৃষ্ণকে । কবিরাজ গোস্বামী লিখিয়াছেন ;– আর এক অদ্ভুত গোপীভাবের স্বভাব। বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব ॥ গোপীগণ করে যবে কৃষ্ণ দরশন। মুখ বাঞ্ছা নাহি সুখ হয় কোটিগুণ ॥
পাতা:প্রেমিক গুরু.djvu/১১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।