প্রেম-ভক্তি ఫిలి গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয়। তাহা হইতে কোটিগুণ গোপী আস্বাদয় ॥ র্তা সবার নাহি কোন সুখ অনুরোধ। তথাপি বাড়য়ে সুখ পড়িল বিরোধ ॥ এ বিরোধের এই এক দেখি সমাধান । গোপিকার স্থখ কৃষ্ণ-সুখে পর্য্যবসান ॥ 路 —শ্ৰীচৈতন্যচরিতামৃত । গোপিগণের কৃষ্ণদরশনে সুখের বাঞ্ছা নাই, কিন্তু কোটিগুণ মুখের উদয় হয়। বড়ই ভয়ানক কথা ! ইহার ভাব অনুভব করা পাণ্ডিত্য বুদ্ধির সাধ্যায়ন্ত নহে, তাই অনেকে গোপীভাবের নাম শুনিয়া হাঙ্ক-বিদ্রুপ করিয়া থাকেন । গোপীগণকে দেখিয়া কৃষ্ণের ষে আনন্দ হয়, তাহা হইতে গোপীদিগের কোটিগুণ আনন্দের উদয় হইয়া থাকে। কেন ?— · গোপীদিগের সুখ যে কৃষ্ণমুখে পৰ্য্যবসিত। কৃষ্ণ সুর্থী হইয়াছেন দেখিয়া গোপিগণের সুখ ; অর্থাৎ তাহাদিগের স্বকীয় ইন্দ্রিয়াদির সুখ নাই, কৃষ্ণের স্বথেই মুখ । কৃষ্ণময় সৰ্ব্বভূতের মুখে সুখী হইতে হইবে । ভাল কাজ করিয়াছি বলিয়া আনন্দিত হইলে হইবে না, আমার কার্য্যে বিশ্বরূপ ভগবানের মুখ হইয়াছে বলিয়া আমারও মুখ । আহা কি মধুর ভাব ! এই জন্তই গোপীভাব শ্রেষ্ঠ বলিয়া স্বীকৃত হইয়াছে। গোপীগণের নিজের বলিরা কিছুই নাই ; রূপ বল, যৌবন বল, শোভাসৌন্দৰ্য্য, লালসা-বাসনা যাহা কিছু বল,—সমস্তই সেই তামসুন্দরের জন্ত । তাহারা কাজ করেন, সস্তান পালন করেন, গৃহের কৰ্ম্ম করেন, কিন্তু নিরস্তর প্রাণ সেই ভগবানের প্রেমরসে মজিয়া থাকে। র্তাহারই কথা,
পাতা:প্রেমিক গুরু.djvu/১১১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।