প্রেম-ভক্তি ఫి(t তাহার যে কাজ তাহাই আমার ভাল । তিনি রূপ ভালবাসেন,—আমরা রূপের উৎকর্ষ না করিব কেন ? তিনি ফুলমাল ভালবাসেন,—তাই বনে বনে ভ্রমণ করিয়া আমার এত বনফুল তোলা,—তাই এ মাল৷ “jfeti | মাল হ’ল জালা না আসিল কাল হৃদয়ে বিধল শেল, যাও সখি যাও মালা ফেলে দাও বুঝেছি করম ফের। মালায় ত আমার কোন প্রয়োজন নাই, যাহার জন্ত মালা গাথা, সে কই ? সে যদি না আসিবে, তাহার গলায় যদি এ মালা না ফুলিবে, মালার মুবাসে সে যদি পুলকিত ন হইবে, তবে এ মালা গাথা কেন ? সে আনন্দিত হইলে, তবে ত আমার আনন্দ। নতুবা জগতে আমার আর কি আনন্দ আছে ? সে সুখী হইলে, তবে আমার সুখ । ইহাই প্রেম । দেশের উপকার করিয়া, দশের উপকার করিয়া, সমাজের উপকার করিয়া, ধনীর উপকার করিয়া, দরিদ্রের উপকার করিয়া, সুন্দরের উপকার করিয়া, কুৎসিতের উপকার করিয়া,—তাহীদের ষে আনন্দ, সেই আনন্দের প্রতিঘাতই আমার আনন্দ । ইহাই ৰাষ্টিভাবের আনন্দ,—আর সমষ্টিভাবের আনন্দ--ঈশ্বরানন্দ । ভগবানকে সেবা করিয়া ; ভগবানকে সৌন্দৰ্য্য উপভোগ করাইয়া, ভগবানকে বুকে লইয়া, যে আনন্দের পূর্ণতম ভাব, তাহাই প্রেম। ভগবানে এইরূপ প্রেম জন্মিলে,—তখন ফুল ফুটিলে, মলয় বহিলে, স্ববাস ছুটিলে, কোকিল ডাকিলে, ভ্রমর গুঞ্জরিলে, সেই মুখ মনে পড়ে। আবার মেঘের গর্জনে, বিদ্যুতের চমকে, অমাবস্তার গাঢ় অন্ধকারে,
পাতা:প্রেমিক গুরু.djvu/১১৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।