পাতা:প্রেমিক গুরু.djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>е о প্রেমিক-গুরু হলাদিনী সন্ধিনী সম্বিত্ত্বয্যেকা সৰ্ব্বসংশ্রয়ে ॥ —বিষ্ণুপুরাণ ।

  • হলাদিনী, সন্ধিনী ও সন্ধিৎ” এই তিন শক্তি ভগবানকে আশ্রয় করিয়া আছেন। তন্মধ্যে হলাদিনী প্রেমস্বরূপ , ইনিই রাধা নামে কীৰ্ত্তিতা ।

할 : হরতি শ্ৰীকৃষ্ণমনঃ কৃষ্ণাহলাদস্বরূপিণী । অতো হরেত্যনেনৈব রাধিক পরিকীৰ্ত্তিতা ॥ -- সাধনতত্ত্বসার । যিনি শ্রীকৃষ্ণের মন হরণ করেন, তিনিই হরা ; কৃষ্ণালাদস্বরূপিণী রাধাই এই নামে অভিহিত হইয়া থাকেন । রাধ, ধাতু হইতে রাধাশব্দ নিম্পন্ন হইয়াছে । রাধ, ধাতুর অর্থ সাধনা, পূজা বা তুষ্টকর, ধিনি সাধন করেন, পূজা করেন বা তোষণ করেন,—তিনিই রাধা । আর এই শক্তিকে গিনি আকর্ষণ করেন,-- তাহার নাম কৃষ্ণ । কৃষ, ধাতু হইতে কৃষ্ণ শব্দ নিম্পন্ন হইয়াছে, কুৰ, ধাতুর অর্থ আকর্ষণ করা ; ধিনি সাধনা কারিণী শক্তির সৰ্ব্বেন্দ্রিয় আকর্ষণ করেন, তাহাকেই কৃষ্ণ বলে । অতএব রাধা ও কৃষ্ণ একই আত্মা । তাহারা অগ্নি ও দাহিকাশক্তির দ্যায় ভেদাভেদরূপে নিত্য বর্তমান থাকিয়া সমগ্র প্রাপঞ্চিক জীব সমূহের অন্তর্বাহে বিরাজ করিতেছেন। তাই শ্ৰীকৃষ্ণ গোপীদিগকে বলিয়াছিলেন ;– অহং হি সৰ্ব্বভুতানামাদিরস্তোহন্তরং বহিঃ । ভৌতিকানাং যথা খং বা ভূর্বায়ুর্জ্যোতিরঙ্গন ॥ - ঐীমদ্ভাগবত, ১৯৮২৪৫