পাতা:প্রেমিক গুরু.djvu/১২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভক্তি Տօգ സുപക്ഷ AMMMAMMMAMAMAMAMAMAM eAMAMAMAMAMAMAMAS ATMATAAA AAAA SAAAA AAAAMAAAS আনিতে—বনে ফুল তুলিতে যাইয়া, নানা ছলে শ্ৰীকৃষ্ণকে দর্শন করিতে লাগিলেন । সেই অঙ্গের পরশলালসা দিন দিন পরিবদ্ধিতা হইতে লাগিল। খ্ৰীকৃষ্ণও রাধিকাকে দেখিয়া, তাহাকে পাইবার জন্য পাগল হইয়া উঠিলেন । র্তাহারা কটাক্ষহাস্যাদি হাবভাবদ্বারা পরস্পর উভয়ে অনুরাগের চিঙ্গ প্রকাশ করিতে লাগিলেন। ক্রমশঃ দূতী প্রেরিত হইতে লাগিল ; শ্ৰীকৃষ্ণ ছদ্মদেশ ধারণ করিয়া নানা ছলে পরস্পর অঙ্গপরশ-মুখ ভোগ করিলেন। ক্রমশঃ উভয়ে অধৈর্য্য হইয়া পড়িলেন, আর মিলন না হইলে চলে না । সুতরাং সঙ্কেতস্থান নির্দিষ্ট হইল ; শ্রীকৃষ্ণ বঁাশরী দ্বার সঙ্কেত করিলেই রাধা ঘ ইয়া হাজির হইতেন। প্রথমতঃ শ্ৰীকৃষ্ণ র্তাহীদের বসন চুরি করিয়া প্রেমান্নুরাগের পরীক্ষা করিলেন ; সেই দিন গভীর রাত্রে -যখন পৃথিবী চন্দ্রকিরণে উদ্ভাসিত, মানবগণ ঘোর নিদ্রায় অভিভূত, সেই সময় প্রিয়সখীগণের সঙ্গে রাধা বনমধ্যে প্রবেশ করিয়া শ্রীকৃষ্ণের সঙ্গে রাস-ক্রীড়ায় লিপ্ত হইলেন । সেদিন একাৰ্য্য হইতে প্রতিনিবৃত্তির জন্য শ্ৰীকৃষ্ণ, রাধাকে জাতি, কুল, ধৰ্ম্মের ভয় দেখাইয়া কত বুঝাইলেন ; কিন্তু রাধা আপন সংকল্প হইতে কিছুতেই বিচু্যত হইলেন না । সুতরাং উভয়ের মিলন হইল । সেষ্ট দিন হইতে রাধিক প্রত্যহ রাত্রে কুঞ্জে নায়িকাবেশে আসিয়া শয্যাদি ও বন-ফুল-মালা প্রস্তুত করতঃ ঐকৃষ্ণের আগমন প্রতীক্ষা করিতেন । কিরূপ ভাবে থাকিতেল ;– ফ’কান পাতিয়া ছিল এতক্ষণে বঁধু পথ-পানে চাই ; পর - ত নিশি দেখিয়া আমনি চমকি উঠিল রাই ॥ ( বঁধু এল না ব'লে। ) পাতায় পাতায় পড়িছে শিশির