পাতা:প্রেমিক গুরু.djvu/১২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রেম-ভক্তি >') ) _ تھانے عشعاعه سمت ایستعمحسعسماعتناه پيحيين فيليپيمايي چي دعم AASAASAA AAAA SAAAAAS AAAAAA তুহাব গরবে হাম গরবিনী তুহার রূপেতে রূপসী রাই । ੋਂ এইরূপে নিত্য নূতন প্রেমে বড় সুখে-বড় আনন্দে রাধার দিন ধাইতে ছিল । সহসা অক্রুর আসিয়া শ্ৰীকৃষ্ণকে মথুরা লইয়া গেলেন ; তিনি আসিব বলিয়া অাশা দিয়া গেলেন বটে, কিন্তু আর আসিতে পারিলেন না । বৃন্দাবন শ্মশানে পরিণত হইল, সখীসঙ্গে বনমধ্যে রাধা জীবন্মত হইয়া পড়িয়া রছিলেন । অধিকাংশ সময় শু্যাম-প্রেমে বিভোর থাকিতেন । সেই সমাধির ভাবে এবং স্বপ্নাবস্থায় শুম-সঙ্গমুখ অনুভব করিতেন । চেতনার সঞ্চার হইলেই বঁধু বধু শব্দ করিয়া মৰ্ম্মভেদী ক্রনীনে দিগন্ত আকুলিত করিয়া তুলিতেন । বুঝি সে আকুল ক্ৰন্দনে পশু-পক্ষী বৃক্ষলতা পৰ্য্যন্ত স্তম্ভিত হইয়া যাইত ! ধৈৰ্য্যলাভ করিলে সে সময় সখীসঙ্গে শুiমপ্রসঙ্গে যাপন করিতেন । এই সময়ের অবস্থা প্রেমিক ভক্ত শ্রীমৎ কৃষ্ণকমল গোস্বামীর রচিত ছুইটী গান হইতে আলোচনা করা যাউক । যমুনাতীরে কৃষ্ণ বিয়োগিনী উন্মাদিনী রাধিকা, ললিতার গলা ধরিয়া বলিতেছেন, “হায় আমি কি করিলাম, সখি ! সে আমার অমূল্য নিধি – সে আমার আঁচলে বাধাই ছিল, আমি অভাগিনী পেয়ে নিধি হারাইলাম। সখি, সে কি আমার কম দুঃখের নিধি ! আমি দুঃখের সগর সেচে সে নিধি পেয়েছিলাম । আজ সেই দিন আমার মনে পড়িতেছে, সেই নব অনুরাগের দিন !— সখি যখন নব অমুরাগে হৃদয়ে লাগিল দাগে বিচারিলাম আগে পাছের কাজে । ( যা ষা করতে যে হবে গো, সখি আমার বঁধুয়ার লাগি )